বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

শিরোনাম

বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলী

মঙ্গলবার, অক্টোবর ২৯, ২০২৪

প্রিন্ট করুন
আতাউর রহমান সেলিম ও মোহাম্মদ আলী

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসীদের সংগঠন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি পদে আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী জয়ী হয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি।

১৮ হাজার ভোটারের এ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন সেলিম-আলী প্যানেলের প্রার্থীরা। দুই বছর মেয়াদি কার্যকরী কমিটির ১৯ সদস্যের এ নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন দেওয়ান।

জর্য়ী অপর প্রার্থীরা হলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম ভূইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক আকতার বাবুল, ক্রীড়া সম্পাদক আশরাফ খান লিটন এবং স্কুল ও শিক্ষা সম্পাদক হাসান জিলানী।

নির্বাহী সদস্যরা হলেন মো. সিদ্দিক পাটোয়ারি, হারুন, আবুল কাশেম চৌধুরি, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, মনসুর আহমেদ ও হাসান খান।