বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

শিরোনাম

এবারের নির্বাচন ‘আলাদা ও বিপজ্জনক’

বুধবার, অক্টোবর ৩০, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রাক্তন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, ‘এবারের প্রেসিডেন্ট নির্বাচন ‘আলাদা ও বিপজ্জনক’।’

ফক্স নিউজের ফ্ল্যাগশিপ মর্নিং শো ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডসে’-এ মেলানিয়া এ কথা বলেন।

নির্বাচনের মাত্র সপ্তাহখানেক বাকি। দিন যতই ঘনিয়ে আসছে, তত বেশি কোমর বেঁধে প্রচারণা চালাচ্ছেন প্রতিদ্বন্ধী দুই প্রার্থী। ভোট গ্রহণের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জনসম্মুখে মেলানিয়া তার উপস্থিতি বাড়িয়ে দিয়েছেন। গেল তিন দিনে তাকে দুই বার জনসম্মুখে দেখা গেছে।

গেল রোববার (২৭ অক্টোবর) নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে নির্বাচনী সমাবেশে আচানক উপস্থিত হন মেলানিয়া। ফক্স নিউজের অনুষ্ঠানে উপস্থাপক তাকে এমএসজির সমাবেশ সম্পর্কে জিজ্ঞেস করেন।

উত্তরে তিনি বলেছেন, ‘রোববার পুরো দিন খুবই ভাল ছিল। আমি মনে করি, সেদিন লোকদের আমার বক্তব্য শোনার প্রয়োজন ছিল। আমি ও আমার স্বামীকে সমর্থন দেয়ার জন্য অন্যান্যদের মত সেখানে উপস্থিত ছিলাম।’

সম্ভাব্য ফাস্ট লেডি হিসেবে এটি মেলানিয়ার তৃতীয় ভাইস প্রেসিডেন্ট নির্বাচন। তিনি বলেন, ‘আমি মঞ্চে আসার মুহুর্তের জন্য প্রন্তুত ছিলাম। কারণ, আমার বহু বেশি অভিজ্ঞতা রয়েছে।’ এছাড়া তার স্বামী ট্রাম্পকে হত্যা প্রচেষ্টার পর তিনি লক্ষ্য করেছেন এবারের নির্বাচনের কিছু জিনিস আলাদা।

সেই সাথে এটি বহু বেশি বিপজ্জনক বলেও মন্তব্য করেন তিনি। মেলানিয়া আরো বলেন ‘ট্রাম্পকে হত্যা চেষ্টার পর থেকে তিনি কোথায় যাবেন, সে বিষয়ে খুব সতর্ক ও বাছাই করে চলেন।’