শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

কবিতা: প্রিয়তমা । । মো. গনি মিয়া বাবুল

রবিবার, নভেম্বর ৩, ২০২৪

প্রিন্ট করুন

অদৃশ্য অন্তরে লিখি যদি নাম
দিবে কি তুমি তার কোন দাম,
তোমার সুমধুর ভাষণ
কেড়েছে হৃদয় আসন।

রেশম পাথর প্রাণ
ছড়ায় আতর ঘ্রাণ,
পৃথিবীর বুকে-
আহ! মরি সুখে।

পেতে তোমার আলতার শিশি
বিনিদ্রায় কাটে কত নিশি,
খুঁজি যে সারাক্ষণ
এক মনে দুই মণ।

কিনতে ভালবাসা
মেটাতে মনের আশা,
আকাশের যত উদারতা
সাগরের মত গভীরতা।
সবই যে আছে আমার
নাই বা বোতাম জামার,
তুমি যে কেন বুঝো না
ওগো আমার প্রিয়তমা।

কবি: চেয়ারম্যান, কবি সংসদ বাংলাদেশ, স্থায়ী পরিষদ।
চেয়ারম্যান, লেখক উন্নয়ন কেন্দ্র, ঢাকা।