মঙ্গলবার, ১৩ মে ২০২৫

শিরোনাম

চবি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত

বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন চবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তামজিদ উদ্দিন ও সদস্য সচিব হয়েছেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের মো. রোমান রহমান।

বুধবার (৬ নভেম্বর) রাতে সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান ২১ জনের এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।

কমিটির বাকিরা হলেন জন যুগ্ম আহ্বায়ক হাসান উদ্দিন, এমএ সাঈদ, আবু হানিফ, আল ইবনুল হাসান অন্তর, মো. সৈকত হোসেন, সায়েদ্যুল ইসলাম রাফি, তাহসান হাবিব ও জাহিদ হাসান; যুগ্ম সদস্য সচিব শাহ মো. মাহফুজুর রহমান, হাবিবুর রহমান হাবিব, মো. মারুফ খান, মো. সবুজ, মো. মোজাহিদুল্লাহ, মো. দিদার মাহমুদ ও কাজী বেলাল হোসেন; সদস্য শাহরিয়ার মুনিম সাবিদ, মো. মেহেদি হাসান, রায়হান আব্দুল্লাহ ও এম ফরহাদ উদ্দীন রানা।

মো. রোমান রহমান বলেন, ‘২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আওয়ামী দুঃশাসনের সময়গুলোতে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের পাশে ছিল সব সময়। ২০১৮ সাল থেকে চবিতে এই সংগঠনের কার্যক্রম অব্যাহত ছিল। ক্যাম্পাসের পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে কৌশলে সংগঠন চালাতে হয়েছে। বর্তমানে আমরা আমাদের কার্যক্রমগুলো স্বাধীনভাবে করতে চাই। এ বিষয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করি।’

তিনি আরো বলেন, ‘আমরা এই সংগঠনের মাধ্যমে ক্যাম্পাসের যে অসঙ্গতিগুলো আছে, এগুলো দূর করার চেষ্টা করব এবং প্রতিটা সংগঠন, ফোরাম, রাজনৈতিক, অরাজনৈতিক সবাইকে একই বন্ধনে আবদ্ধ করে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি মুক্তাঙ্গণে পরিণত করতে চাই; যেখানে কোন বৈষম্য থাকবে না।’