বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

আট বছর পর দেশে ফিরলেন বেবী নাজনীন

রবিবার, নভেম্বর ১০, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সংগীতশিল্পী বেবী নাজনীন। রোববার (১০ নভেম্বর) সকাল দশটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সংবাদ মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করেছেন বেবী নাজনীনের ভাই এনাম সরকার। এর পূর্বে বেবী নাজনীনের ছেলে অমিতাভ সায়েদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেবী নাজনীনের উড্ডয়ন নিয়ে লিখেন, মা বাংলাদেশে যাত্রা শুরু করেছেন। তার নিরাপদ ভ্রমণ কামনা করি।

বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে বেবি নাজনীনের পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে গেলে যুক্তরাষ্ট্রে চলে যান বেবী নাজনীন। এরই মধ্যে ২০১৫ সালে দেশে ফিরেই পড়েন সরকারের রোষাণলে। বেবি নাজনীন দেশে ফিরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য রান্না করা খাবার নিয়ে গেলে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। এ ঘটনার পর পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে দীর্ঘ আট বছর পর ফের দেশে আসলেন বিএনপির এ নেত্রী।

দেশের বাইরে থাকলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন এই সংগীতশিল্পী। গেল জুন মাসে বেবী নাজনীনকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

প্রায় সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীত তারকা। আধুনিক সংগীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তার সঙ্গীত জীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র ও দেশ-বিদেশের মঞ্চ মাতিয়েছেন সমান তালে।

বেবী নাজনীনের গাওয়া উল্লেখযোগ্য গান ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পর’, ‘আজ পাশা খেলব রে শাম’, ‘ও বন্ধু তুমি কই কই রে’ ইত্যাদি।