বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

জানুয়ারিতে ঢাকায় আসছেন ফিফার সভাপতি জিয়ান্নি

মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪

প্রিন্ট করুন

বাকু, আজারবাইজান: ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দাওয়াত গ্রহণ করেছেন। ব্যাপারটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।

আজারবাইজানের রাজধানী বাকুতে মঙ্গলবার (১২ নভেম্বর) কপ-২৯ সম্মেলনের মাঝে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন ইনফান্তিনো। তখন প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে দাওয়াত দেন এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার ব্যাপারে তার সহযোগিতা চান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সহযোগিতায় অনুষ্ঠিত হবে নয়া বাংলাদেশের জন্য ‘যুব উৎসব’। মূলত, ক্রিকেট মাঠের বাইরেও বিপিএলকে ছড়িয়ে দেয়ার পরিকল্পনায় এমন অনুষ্ঠান আয়োজন করা হবে। বিপিএলের সময় এই টুর্নামেন্টকে ঘিরে দেশব্যাপী ইয়ুথ ফেস্টিভ্যাল আয়োজন করার পরিকল্পনা নেয়া হয়েছে। অন্যান্য ক্রীড়া ফেডারেশনও এ সময় বিভিন্ন ইভেন্ট আয়োজন করতে পারবে।

আগামী ৩০ ডিসেম্বর পর্দা ওঠার কথা ১১তম বিপিএল আসরের। এবারের বিপিএলে বেশ পরিবর্তন আসছে। প্রথম বারের মত এবার বিপিএলে থাকবে মাসকট। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে কনসার্ট।