শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন হাসান আরিফ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: অভিজ্ঞতা সম্পন্নদের নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়েছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, `এখন ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার।’

শুক্রবার (২২ নভেম্বর) বিকালে ঢাকার শেরে বাংলা নগরের বিআইসিসিতে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাসান আরিফ বলেন, `নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। অভিজ্ঞতা সম্পন্নদের নিয়ে কমিশন গঠন হয়েছে। এবার ধাপে ধাপে নির্বাচন প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবে সরকার।’

এ উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কমিশনে যারা এসেছেন, সবাই অভিজ্ঞ। তারা ভালে একটি নির্বাচন উপহার দিতে পারবেন বলে আশা করি।’

এ সময় আন্তর্জাতিক পর্যটকরা এ দেশে সম্পূর্ণ নিরাপদ জানিয়ে তিনি বলেন, ‘দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণে কাজ চলছে। পর্যটন বৃদ্ধিতে সব ধরনের সহায়তা করা হবে। বিদেশি পর্যটন আসতে কোন নিরাপত্তার সমস্যা নেই।’