ফিলিস্তিন: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জিম্মিদের নতুন ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার (৩০ নভেম্বর) এ ভিডিও প্রকাশ করা হয়ে। যেখানে একজন জিম্মি যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মুক্তির আবেদন জানিয়েছেন। খবর রয়টার্সের।
জিম্মি ইদান আলেকজান্ডারের মা ইয়েল আলেকজান্ডার বলেন, ‘তিনি সাড়ে তিন মিনিটের একটি ভিডিও থেকে কেঁপে উঠেছেন। যেখানে তার ২০ বছর বয়সী ছেলেকে দেখানো হয়েছে। একটি অন্ধকার জায়গা থেকে ওই ভিডিও প্রকাশ করা হয়। ওই ভিডিওতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ট্রাম্পের কাছে মুক্তির আবেদন জানানো হয়।’
গাজায় থাকা জিম্মিদের মুক্তির জন্য সরকারের ওপর চাপ তৈরির জন্য ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছেন আলেকজান্ডার।
নেতানিয়াহুর কার্যালয় বিবৃতিতে বলেছে, ‘প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন, জিম্মিদের ফিরিয়ে আনতে ইসরায়েল সব ধরনের পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।’
ভিডিওটি প্রকাশ করার ঘটনাকে ‘নিষ্ঠুর মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু।
অন্য দিকে, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন সাভেট ভিডিওটিকে ‘সন্ত্রাসের নিষ্ঠুর অনুস্মারক’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি বিবৃতিতে বলেন, ‘হামাস যদি জিম্মিদের মুক্তি দিতে রাজি হয়, তাহলে গাজা যুদ্ধ কালই বন্ধ হবে। গাজাবাসীদের দুর্ভোগ শেষ হবে।’