বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

চিন্ময় দাসের জামিন শুনানি মঙ্গলবার

রবিবার, ডিসেম্বর ১, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে মঙ্গলবার (৩ ডিসেম্বর)। রোববার (১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি মফিজুল হক ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এ দিকে, চার দিন পর ফের সচল হয়েছে চট্টগ্রাম আদালত অঙ্গন। রোববার (১ ডিসেম্বর) সকাল থেকে বিচারিক কার্যক্রম চলছে সব আদালতে। তবে, এখনো শোকের ছায়া বিরাজ করছে পুরো আদালত এলাকায়। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন আইনজীবীরা। একইসঙ্গে পালিত হয় বিভিন্ন কর্মসূচিও।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ইসকনের নেতা চিন্ময় দাসের জামিন নামঞ্জুর করাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয় চিন্ময় দাসের অনুসারীদের। এ সময় নৃশংসভাবে খুন করা হয় সাইফুল ইসলাম আলিফকে। তার হত্যার প্রতিবাদে গেল বুধ (২৭ নভেম্বর) ও বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন আইনজীবীরা।

উল্লেখ্য, গেল মঙ্গলবার (২৬ নভেম্বর) রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নাকচ করে চিন্ময় দাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম আদালত। সিটির নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় তাকে ওই দিন আদালতে হাজির করা হয়। চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হলে তার জামিন নামঞ্জুর করেন আদালত। এর আগে সোমবার (২৫ নভেম্বর) বিকালে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ