শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

বোস্টনে ভোট চুরির মামলায় তিন বাংলাদেশিকে জরিমানা

বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

প্রিন্ট করুন

বোস্টন, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের বস্টনভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড’-এর নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বাংলাদেশিকে আর্থিক জরিমানা করা হয়েছে।

তারা হলেন পারভিন চৌধুরী, সালাউদ্দিন খান ও তানভির মুরাদ।

গেল ২৫ নভেম্বর ম্যাসাচুসেটসের একটি আদালত অভিযুক্তদের বিরুদ্ধে মামলার যাবতীয় ব্যয় বাবদ এক লাখ ৩৪ হাজার ডলার জরিমানার রায় দেয়।

ম্যাসাচুসেটসের এসেক্স কাউন্টির সুপেরিয়র আদালতের বিচারক জেনিস ডব্লিউ হাউয়ের দেয়া মামলার বিবরণে জানা যায়, প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড’-এর নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১০ ও ১১ নভেম্বর। ওই নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে মামলা করেন সংগঠনটির সভাপতিপ্রার্থী মাহবুব-ই খোদা খোকা।

অভিযোগের প্রমাণ পেয়ে গেল ১২ জুলাই লরেন্স উচ্চতর আদালতের সহযোগী বিচারক ক্রিস্টেন বাক্সটন নির্বাচনী ফলাফল বাতিলের আদেশ দেন। একইসাথে বিবাদীপক্ষকে মামলার সব ব্যয় বহন এবং আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করার জন্য সংগঠনের কার্যনির্বাহী পরিষদকে নির্দেশ দেন।

আদালতের আদেশ পেয়ে গেল ৫ অগাস্ট নতুন নির্বাচনের ঘোষণা দেন নির্বাচন কমিশনার সালাউদ্দিন খান সৈকত। নতুন এ নির্বাচনে তানভির-তাজ-শান্তা পরিষদ অংশ নিতে অপারগতা জানালে নির্বাচন কমিশনার গেল ২৭ সেপ্টেম্বর খোকা-সাজু-রাজিব পরিষদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন।