শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

মর্মান্তিক মৃত্যু অভিনেত্রীর, জানা গেল চাঞ্চল্যকর কাহিনি

বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

প্রিন্ট করুন

বিনোদন ডেস্ক: একটি বিতর্কিত আধ্যাত্মিক পরিষ্কারের রীতিতে অংশ নেয়ার পর মর্মান্তিকভাবে মারা গেছেন মেক্সিকান তারকা অভিনেত্রী মার্সেলা আলকাজার রদ্রিগেজ। গেল ৩০ নভেম্বর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৩ বছর। সংবাদ দ্য ট্রিবিউন এক্সপ্রেসের।

দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী রীতি ও অনুষ্ঠান হিসেবে পরিচিত ‘কাম্বো’তে একটি বিষাক্ত পানীয় পান করেছিলেন মার্সেলা। এই রীতির অনুসারীরা বিশ্বাস করেন, তাদের এই অনুশীলন শরীরকে বিষাক্ত পদার্থ থেকে মুক্তি দেয়।

শর্ট ফিল্মে দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকমহলে পরিচিত এ অভিনেত্রী। তার অংশ নেয়া রীতিতে অ্যামাজনিয়ান প্রজাতির ব্যাঙের বিষ প্রয়োগ করা হয়েছিল। যা পান করার পর বা শরীরে প্রবেশের পর বমি ও ডায়রিয়াসহ মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে থাকে।

কাম্বো রীতি অনুশীলনে প্রাণনাশের হুমকি থাকায় কয়েকটি দেশে নিষিদ্ধ এটি। এরপরও কিছু কিছু অঞ্চলে আদিবাসী সম্প্রদায়গুলো দীর্ঘ দিন ধরে ওষুধের উদ্দেশ্যে বিষ ব্যবহার করে থাকে।

এ দিকে জানা গেছে, মার্সেলা ব্যাঙের বিষ পানের পর গুরুতর অসুস্থ হয়েছিলেন। বমি ও ডায়রিয়া হয়েছিল তার। প্রথমে কেউ সহযোগিতা করতে চাইলে তা প্রত্যাখ্যান করেন। তবে, পরিস্থিতি খারাপ হওয়ার পর চিকিৎসা নিতে সম্মতি জানিয়েছিলেন। এরপর রেড ক্রস হাসপাতালে নেয়া হয়। কিন্তু, বিষের প্রভাবে মৃত্যু হয় এ মেক্সিকান তারকার।

প্রত্যক্ষদর্শীদের একজন জানিয়েছেন, সেখানে একজন শামান ছিলেন। যিনি দাবি করেছেন, অভিনেত্রীকে ছেড়ে যেতে পারবেন না। তবে, তার স্বাস্থ্যের অবনতি হলে তিনি পালিয়ে যান। আর এ ঘটনায় ওই শামানের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, সেটি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।

মার্সেলার মৃত্যু প্রাচীন আধ্যাত্মিক রীতির সঙ্গে সম্পর্কিত ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। এ অবস্থায় সচেতন হওয়ার বিষয়গুলো সাড়া ফেলছে সবার মধ্যে।

প্রযোজনা সংস্থা ম্যাপাচে ফিল্মসে কাজ করেছিলেন মার্সেলা। সংস্থাটি এ অভিনেত্রীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে।