বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

নিউইয়র্কে সিডিপ্যাপ সুরক্ষার চূড়ান্ত ঘোষণা আসছে জানুয়ারিতে

শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: ‘যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হোম কেয়ার সেবার অনন্য ব্যবস্থা সিডিপ্যাপ নিয়ে একটি কুচক্রি মহল মিথ্যা তথ্যসম্বলিত বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। কিছূ ব্যক্তি অসৎ উদ্দেশ্যে নিউইয়র্ক রাজ্যের ৬০০ সিডিপ্যাপ সার্ভিসেসের আওতাধীন তিন লক্ষাধিক মানুষের সেবা ও সুযোগ সুবিধার চলমান ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে চায়।’

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে হোম কেয়ার সেবার পথিকৃৎ কুইন্স কউিন্টির নির্বাচিত জনপ্রতিনিধি আবু জাফর মাহমুদ।

বিবৃতিতে তিনি বলেন, ‘কিছু চিহ্নিত অসৎ লোক বিনা পয়সায় ভুয়া ‘পিসিএ’ এবং ‘এইচএইচএ’ সার্টিফিকেট দিচ্ছে। কোন ক্লাস করা ও প্রশিক্ষণ ব্যাতীত, এমনকি কোন ফিস জমা ছাড়াই ইস্যুকৃত এসব সার্টিফিকেট ভুয়া ও অবৈধ। নিউইয়র্কে সিডিপ্যাপ গ্রহণকারীদের বঞ্চিত ও ক্ষতিগ্রস্থ করার পর পিসিএ সার্ভিস গ্রহীতাদের টার্গেট করেছে। তাই, সিডিপ্যাপ সার্ভিস নিয়ে তামাশা সৃষ্টিকারী গভর্নরের অমানবিক অযৌক্তিক পদক্ষেপ প্রতিরোধে যে আইনগত ব্যবস্থা চলছে; তাতে আস্থাশীল সিডিপ্যাপ গ্রহীতাদেরকে বিভ্রান্ত করছে স্বার্থান্বেষী হীনমনা কিছু ব্যবসায়ী।’

আবু জাফর মাহমুদ নিউইয়র্কে বসবাসকারী সব জনসাধারণ ও সিডিপ্যাপ সেবা গ্রহীতাদেরকে কোন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘নিউইয়র্ক স্টেট গভর্নরের প্রস্তাব বাতিলের জন্য আইনী প্রক্রিয়া বহু দূর অগ্রসর হয়েছে। ইনজাংশন জারি করা হবে শিগগিরই। আগামী জানুয়ারি মাসেই সিডিপ্যাপ সেবার বিরুদ্ধে সব ক্ষতিকর প্রস্তাবনা বাতিল হবে।’

এ ব্যাপারে সঠিক তথ্য না জেনে সংবাদ পরিবেশন না করার জন্য সাংবাদিক ও সম্পাদকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।