শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

শিরোনাম

প্রতারণার শিকার মডেল, হারালেন কত টাকা?

শুক্রবার, ডিসেম্বর ৬, ২০২৪

প্রিন্ট করুন

বিনোদন ডেস্ক: গোয়েন্দা পুলিশের পরিচয়ে এক প্রতারকের প্রতারণার শিকার হয়েছেন ভারতীয় মডেল শিবাঙ্কিতা দীক্ষিত। প্রতারণার শিকার হয়ে লাখ টাকা খোয়া গেছে ভুক্তভোগী ওই মডেলের।

জানা যায়, একদল প্রতারক চক্রের শিকার হয়ে সাইবার প্রতারণার শিকার হয়েছেন শিবাঙ্কিতা। প্রতারক চক্র ‘সিবিআই অফিসার’ পরিচয় দিয়ে জানান, শিবাঙ্কিতা মানব পাচার ও ড্রাগ চক্রের সঙ্গে যুক্ত। ব্যাংক অ্যাকাউন্টে বেআইনি অর্থও আছে তার।

প্রায় দুই ঘন্টা ধরে এ বিষয়ে ধাপে ধাপে মোবাইল ফোনে কথা চালিয়ে যান মডেল ও প্রতারক। এক পর্যায় নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখাতে শুরু করলে দিশেহারা হয়ে পড়েন শিবাঙ্কিতা।

এরপরই মডেল শিবাঙ্কিতাকে জানানো হয়, ৯৯ হাজার রুপি দিলে তিনি এ কেস থেকে ছাড়া পেতে পারেন। টাকা না দিলে যে কোন সময় গ্রেফতার হতে পারেন- এমন হুমকিও দেয়া হয় শিবাঙ্কিতাকে।

চাপে পড়ে প্রতারক চক্রের দাবি অনুযায়ী, ৯৯ হাজার রুপি পাঠান। যখন বুঝতে পারেন, তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন, তখনই দেরি না করে পুলিশের শরণাপন্ন হন শিবাঙ্কিতা।

প্রতারণা প্রসঙ্গে তিনি বলেন, ‘উদ্বেগ আর দুর্ভাবনায় বুঝতেই পারিনি সাইবার প্রতারণার শিকার হচ্ছি। যখন বুঝেছি, তখন ৯৯ লাখ রুপি নেই।’

প্রতারণার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিবাঙ্কিতা। এরপরই এ অপরাধের তদন্ত ও প্রতারকদের দ্রুত ধরতে মাঠে নেমেছেন কর্তব্যরত পুলিশ।