বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ব্রঙ্কসে ৫৪তম বিজয় দিবস পালনের ব্যাপক প্রস্তুতি

রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: প্রতি বছরের মত এ বছরও যুক্তরাষ্ট্রের ‍নিউইয়র্ক সিটির ব্রঙ্কস বরোতে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস- ২০২৪ উদযাপনের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

দিনব্যাপী অনুষ্ঠানসূচীর মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ্যভোজ।

ব্রঙ্কস স্টালিন বাংলাবাজারের ১৪১০ ইউনিয়নপোর্ট রোড আল আকসা পার্টি হলে আগামী ১৬ ডিসেম্বর বিকাল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।

এ লক্ষ্যে ব্রঙ্কসে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনদের সমন্বয়ে সর্বদলীয় কমিটি গঠন করা হয়েছে। সামাদ মিয়া জাকারিয়া আহ্বায়ক, এ ইসলাম মামুন প্রধান সমন্বয়কারী, কাজী রবিউজ্জামান সদস্য সচিব করে উদযাপন কমিটি গঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি থাকবেন ব্রঙ্কস বরোর প্রেসিডেন্ট ভেনেসা এল গিবসন, নিউইয়র্ক স্টেট সিনেটর নাথালিয়া ফ্রার্নান্ডেজ, নিউইয়র্ক সিটি কাউন্সিলের মেজরিটি লিডার আমান্ডা ফারিয়াস, নিউইয়র্ক স্টেট এসেম্বলী মেম্বার ক্যারেনেস রিয়ার ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ড নাইন চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার।

বিজয় দিবসের অনুষ্ঠান সফল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও ব্রঙ্কসের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে বাংলাদেশীদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।