বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মিশিগানে বাংলাদেশি কমিউনিটির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মঙ্গলবার, ডিসেম্বর ১০, ২০২৪

প্রিন্ট করুন

মিশিগান, যুক্তরাষ্ট্র: জুলাই-আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থান নিয়ে ভারতের মিডিয়ার অপ্রচার বন্ধে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রামেক সিটি হলের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশীরা।

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে ‘বাংলাদেশি কমুউনিটি ইন মিশিগান ইউএসএ’-এর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

ফরিদ উদ্দিন শিপলুর সঞ্চালনায় ও দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে সমাবেশে বক্তব্য দেন শামিম আহাম্মদ, মাহির ফায়সাল, সেলিম আহমদ, কামাল রহমান, ইদ্রিস আলী, আলভী চৌধুরী, আব্দুল লতিফ আজম, ফখরুল ইসলাম, মুজিব আহমেদ মুনির, রাব্বানী তালুকদার, দেলওয়ার আনসার, মঞ্জুরুল করীম তুহিন, ফাহাদ চৌধুরী, নাজমুল হক, শাহনেওয়াজ চৌধুরী ও জিলাল জিলানী।

সমাবেশে বক্তারা বলেন, ‘৫ আগস্ট সরকার পতনের পর ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। বিগত ১৫ বছরে ভারত বাংলাদেশের সঙ্গে যতগুলো চুক্তি হয়েছে, সবগুলোতে বাংলাদেশের স্বার্থকে বিসর্জন দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশের উপ-হাই কমিশনে ভারতের উগ্রবাদী জনগণ হামলা ও ভাঙচুর করেছে। যা সুস্পষ্ট কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন।’

এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।