রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

শিরোনাম

আল্লু অর্জুনের বাড়িতে হামলা, সরিয়ে নিলেন দুই সন্তানকে

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

প্রিন্ট করুন

হায়দরাবাদ, ভারত: অনেক প্রতীক্ষার পর গেল ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির পর চলচ্চিত্রটি একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে। চলচ্চিত্র মুক্তির দিনে দেখতে গিয়ে এক নারী পদপিষ্ট হয়ে মারা যান। আহত হয়েছে তার ছেলে। যার ফলে গ্রেফতার পর্যন্ত হতে হয়েছে আল্লু অর্জুনকে।

এ দিকে, রোববার (২২ ডিসেম্বর) আল্লু অর্জুনের হায়দরাবাদের বাসভবনের সামনে বিক্ষোভে নেমেছে এক দল মানুষ। চিকিৎসাধীন কিশোর শ্রী তেজের জন্য বিচারের দাবিতে তারা ব্যানার, পোস্টার নিয়ে জড়ো হন। সেই সঙ্গে এক কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন। যদিও এর আগে সেই নিহতের পরিবারকে ২৫ লক্ষ রুপি দিয়ে আর্থিক সাহায্য করেছেন আল্লু। তার গ্রেফতারের খবর শুনে নিহতের স্বামীও মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন।

পরিস্থিতি এখন এমন যে, দক্ষিণী অভিনেতার সঙ্গে এখন রাজনৈতিক বিতণ্ডাও জড়িয়ে গেছে। রোববার আল্লুর হায়দরাবাদের জুবিলি হাউসের বাড়িতে বিক্ষোভ দেখানোর সময় এক দল মানুষ পাথর ছুড়েছেন।

বাড়িতে হামলার পর স্বাভাবিকভাবেই সন্তানদের জন্য চিন্তিত হয়ে পড়েন আল্লু অর্জুন। তাই, তড়িঘড়ি করে পরিবারের দুই সদস্যের সঙ্গে সন্তানদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছেন তিনি। সেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল নেটমাধ্যমে। যেখানে দেখা যায়, আল্লুর কন্যা আরহা একরাশ চিন্তা নিয়ে গাড়িতে চুপটি করে বসে রয়েছে। ছেলে আরহানও তাই।

জানা গেছে, দুই সন্তানকে আল্লুর বাবা-মায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন আল্লু অর্জুন।