মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

সানি লিওনের নামে মাসিক ভাতা এক হাজার!

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

প্রিন্ট করুন

ছত্তিশগড়, ভারত: ভারতের ছত্তিশগড় রাজ্যে বিবাহিত নারীর জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছে রাজ্যের বিজেপি শাসিত সরকার। সেই প্রকল্পের নাম ‘মাহতারি বন্দন যোজনা’। হঠাৎই জানা যায়, সেই প্রকল্পের ভোক্তাদের তালিকায় রয়েছে অভিনেত্রী ও মডেল সানি লিওনের নাম! সানি লিওনের নামে নির্দিষ্ট ব্যাংক অ্য়াকাউন্টও রয়েছে ছত্তিশগড়ে এবং সেই অ্য়াকাউন্টে প্রতি মাসে যোজনার অধীনে এক হাজার রুপি করে ভাতাও জমা করা হচ্ছিল! আর সানি লিওনের স্বামীর নাম হিসেবে নাকি রয়েছে পর্নো তারকা জনি সিন্সের নাম! সংবাদ জি নিউজের।

সরকারি প্রকল্পের টাকা নিজের পকেটে ঢোকাতে একজন পুরুষ ওই ভুয়া একাউন্ট খুলেছিলেন! সেই অ্য়াকাউন্ট খোলা হয়েছিল সানি লিওনের নামে। বলা বাহুল্য, এর সঙ্গে ওই অভিনেত্রীর কোন সম্পর্ক নেই।

পুলিশ বলছে, ‘যে এই কাণ্ডটি ঘটিয়েছে তার নাম বীরেন্দ্র জোশি। তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’

পুলিশের বক্তব্য, ‘অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ সমস্ত পদক্ষেপ নেয়া হবে।’

একইসাথে, যে সরকারি অফিসাররা এই অ্যাকাউন্টের ভেরিফিকেশন করার দায়িত্বে ছিলেন, তাদেরও চিহ্নিত করা হয়েছে।

সূত্রের দাবি, যদি দেখা যায়, এই ঘটনায় ওই সরকারি কর্মচারিদের হাত রয়েছে, তাহলে তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলের তালুর গ্রামে এই প্রতারণার ঘটনাটি ঘটেছে। ঘটনা নজরে আসতেই চোখ কপালে ওঠার জোগাড় হয়েছিল জেলা প্রশাসনের। পরে অবশ্য পুরো বিষয়টি পরিষ্কার হয়।

জেলাশাসক হরিশ এস এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই দায়িত্ব দেওয়া হয়েছে নারী ও শিশুকল্যাণ বিভাগকে। তাদের বলা হয়েছে, ‘এটি কোন বিচ্ছিন্ন ঘটনা, নাকি নেপথ্যে কোন চক্র রয়েছে, তা খতিয়ে দেখতে হবে। যাদের দায়িত্বজ্ঞানহীনতায় এত বড় কাণ্ড ঘটল, তাদের সকলকে চিহ্নিত করারও নির্দেশ দিয়েছেন জেলাশাসক।

পাশাপাশি, এখনও পর্যন্ত ওই ব্যাংক অ্য়াকাউন্টে যত টাকা জমা পড়েছে, তাও যাতে সরকারের ঘরে ফেরানো যায়, সেই উদ্যোগ শুরু করা হয়েছে। ইতিমধ্য়েই সংশ্লিষ্ট অ্য়াকাউন্টটি সিজ করেছে প্রশাসন।

এ দিকে, এই ঘটনা সামনে আসতেই রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। শাসক বিজেপিকে তুলোধনা করতে শুরু করেছে বিরোধী দল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি দীপক বাইজির অভিযোগ, এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। তার দাবি, মাহতারি বন্দন যোজনা-এ মোট যত উপভোক্তা রয়েছেন, তাদের অর্ধেকই নাকি ভুয়ো!