মুম্বাই, ভারত: মারা গেছেন প্রখ্যাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। নির্মাতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে পিয়া বেনেগাল।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন শ্যাম বেনেগাল। কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল তার। এ অবস্থায় মৃত্যু হল তার।
শ্যাম বেনেগাল তার দীর্ঘ ক্যারিয়ারে শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমা নির্মাণ করে আলোচনায় ছিলেন।
বলিউডের আর্ট ঘরানার সিনেমার স্তম্ব বললে ভুল হয় না শ্যাম বেনেগালকে। তার হাত ধরে উঠে এসেছিলেন শাবানা আজমী, নাসিরউদ্দিন শাহ, স্মিতা পাতিলের মত জাঁদরেল অভিনয়শিল্পী। গত ১৪ ডিসেম্বর ৯০ বছরের জন্মদিন পালন করেন পরিচালক।
৭০ ও ৮০’-র দশকে ভারতীয় চলচ্চিত্র জগতকে তিনি উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। ‘মন্থন’, ‘অংকুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’-সহ বহু সিনেমা পরিচালনা করেছেন তিনি। বাণিজ্যিক ধাঁচের সিনেমা করেও সফল হয়েছিলেন।
বাংলাদেশের সাধারণ দর্শকের কাছে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ করার পর তার পরিচিতি বেড়েছে।