শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫

শিরোনাম

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শিশুদের মধ্যে খেলনা বিতরণ

রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুুক্তরাষ্ট্র: নিউইয়র্কের কুইন্সের সংগঠন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শিশুদের মধ্যে খেলনা বিতরণ করা হয়েছে।

গেল ২২ ডিসেম্বর বিকালে থার্টি সিক্স এভিনিউয়ে বনফুল গ্রোসারির সামনে শতাধিক শিশুর মধ্যে এসব খেলনা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস্টোরিয়া ওয়েরফেয়ার সোসাইটির সভাপতি সোহেল আহমেদ, সহ-সভাপতি কয়েস আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন, উপদেষ্টা আব্দুল রহমান, সদস্য নুরুল হক ও কাজী মরিয়ম প্রমুখ।

হ্যাপি ক্রিসমাস উপলক্ষ্যে এসব খেলনা বিতরণ করা হয় বলে জানিয়েছেন মোহাম্মদ জাবেদ উদ্দিন।

এসব খেলনা বিতরণের স্পন্সর ছিলেন নিউইর্য়ক সিটি পাবলিক অ্যাডভোকেট মার্টিন ডোলান, সানম্যান এক্সপ্রেস গ্লোবাল মানি ট্রান্সফার ও বনফুল গ্রোসারী এস্টোরিয়া।