রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ঢাকায় অফিস চালু করল নিউইয়র্কের ‘জমজম ট্রাভেলস’

সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কাছে জনপ্রিয় ট্রাভেল এজেন্সী জমজম। দীর্ঘ দিন সুনামের সাথে ভ্রমণ সংক্রান্ত সেবা নিশ্চিত করে আসছে এ প্রতিষ্ঠানটি। এবার নিউইয়র্কের গন্ডি পেরিয়ে ঢাকায় তাদের সেবামূলক যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকার মধ্য বাড্ডা এলাকায় ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে জমজম ট্রাভেলসের শাখা উদ্বোধন করা হয়েছে। টাওরটির তৃতীয় তলায় ভ্রমন পিপাসুরা জমজম ট্রাভেল থেকে সেবা নিতে পারবেন।

উদ্বোধন উপলক্ষে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জমজম ট্রাভেলসের শীর্ষ কর্মকর্তাসহ অনেকেই।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, ভ্রমণকারীরা বিমান যাত্রা সংক্রান্ত সব সেবা পাবেন এমনকি হজ্ব ও ওমরাহের টিকেট, ভিসা সংক্রান্ত সেবাও দেয়া হবে ঢাকার এ শাখা থেকে।

১৮ বছর আগে সিরাজগঞ্জ মফস্বল শহরে জমজম ট্রাভেলস যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি বর্তমানে দুবাই ও যুক্তরাষ্ট্রে বাড়িয়েছে তাদের ব্যবসায়ের পরিধি। দীর্ঘ দিন ধরে জমজম ট্রাভেলস থেকে দুবাইয়ের টুরিস্ট ভিসা, রেসিডেন্স ভিসা, গোল্ডেন ভিসা, দুবাই প্যাকেজ ট্যূর, সৌদি আরবে প্যাকেজ ট্যুর, ওমরা ভিসা প্রসেসিং করা হয়ে থাকে। এছাড়ও, মিশর, ভারতসহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করা হয়।