বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫

শিরোনাম

আমেরিকা-বংলাদেশ প্রেসক্লাবের নতুন বর্ষ বরণ

সোমবার, জানুয়ারী ৬, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: শান্তিময় একটি পৃথিবী কামনা করে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছে আমেরিকা-বংলাদেশ প্রেসক্লাব। যুদ্ধ-হানাহানি ও বিদ্বেষহীন পৃথিবী দেখতে চান ক্লাবের সদস্যরা। ক্লাবের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ২০২৪ সালের বিদায়লগ্নে নেচে-গেয়ে আর কেক কেটে ২০২৫-কে বরণ করে নিয়েছেন। অনুষ্ঠানে আকর্ষণ ছিল যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে উঠা শিশুরা। তারা অনুষ্ঠানস্থলে বাংলা গানের সাথে নেচে-গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে ৩১ ডিসেম্বর রাত ১২টায় কেক কেটে, বেলুন ফাটিয়ে ২০২৫-কে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠান পরিকল্পনা ও সাজ-সজ্জায় ছিলেন ক্লাবের অর্থ সম্পাদক মল্লিকা খান মুনা, কার্যকরি কমিটির সদস্য তোফাজ্জল লিটন ও সদস্য সীমা সুষ্মিতা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সাঈদ, নতুন কমিটির সভাপতি শওকত ওসমান রচি, সাবেক সভাপতি দর্পণ কবীর, বিদায়ী সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু ও নতুন কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার।

অনুষ্ঠান উপস্থাপনা করেন আরিফ রহমান। অনুষ্ঠানে ছিল পুরস্কার বিতরণ ও দম্পতিদের মধ্যে ধাঁধা প্রতিযোগিতা। এছাড়া বিদায়ী কমিটির সভাপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচিত নতুন সভাপতি শওকত ওসমান রচি।

অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল কন্ঠশিল্পী শাহ মাহবুব ও কৃষ্ণা তিথির সঙ্গীত পরিবেশনা।