শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

শিরোনাম

ছয় দেশের দশ নাট্যদল নিয়ে নিউইয়র্কে নাট্য উৎসবের প্রস্তুতি

বৃহস্পতিবার, জানুয়ারী ৯, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৬ দেশের ১০ নাট্যদলের অংশগ্রহণে আন্তর্জাতিক নাট্য উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে।

আগামী বছর ৯-১২ অক্টোবর চার দিনব্যাপী এ উৎসব আয়োজন করতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশি নাট্যকর্মীরা।

এ উপলক্ষ্যে শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্কে উৎসবের লোগো উন্মোচন করেন তারা। শারমিন রেজা ইভার সঞ্চালনায় এতে সূচনা বক্তব্য দেন শামসুল আলম বকুল।

তিনি জানান, বিশ্বব্যাপী অভিবাসী নাট্যশিল্পীদের মাঝে বোঝাপড়া ও যোগাযোগ স্থাপনের পাশাপাশি বিশ্ব নাট্যপরিমণ্ডলে বাংলা নাটকের পরিচিতি বাড়াতে এ আয়োজন। ‘উৎসবে আনন্দে প্রতিবাদে বাংলা থিয়েটার’ স্লোগানে ‘অভিবাসের নাটক ২০২৬’ শিরোনামে এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ১০টি নাট্যদল অংশ নেবে।

এ আয়োজনের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে উৎসবের লোগো তৈরির কারিগর মিথুন আহমেদ বলেন, ‘আমরা একটু একটু করেই এগোতে থাকব স্বরূপ অন্বেষণের দিকে। এগিয়ে যাব সেই ডায়াস্পোরা থিয়েটারের দিকে, হয়তোবা যার প্রারম্ভিক সূচনা হয়েছিল অনেক আগ থেকেই। আপাতত যতটুকু জানা সম্ভব হয়েছে তা হচ্ছে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে অভিবাসীদের বাংলা নাট্যচর্চার শুরুটা হয়েছিল আনুমানিক প্রায় চার দশক আগে। হয়তো তারও আগে।’

উৎসবের ফাঁকে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা নাট্যকর্মীদের একটি প্রতিনিধি সম্মেলনও অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।

উৎসব নির্বাহী কমিটির আহ্বায়ক হচ্ছেন মোহাম্মদ কবির, সদস্য সচিব আবির আলমগীর ও অর্থ ব্যবস্থাপনায় শামিম মামুন লিটন। সদস্যরা হলেন রোকেয়া রফিক বেবি, জহির মাহমুদ, ফারুক আজম, সারোয়ার হারুন, মিথুন আহমেদ, সৈয়দ জাকির আহমেদ রণি, সীতেশ ধর, এজাজ আলম এবং আন্তর্জাতিক যোগাযোগ ও সমন্বয়ক শামসুল আলম বকুল।