বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শিরোনাম

আশিকি থ্রি’-তে থাকছেন না তৃপ্তি, কারণ জানালেন পরিচালক

মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫

প্রিন্ট করুন

মুম্বাই, ভারত: খোলামেলা দৃশ্যে অভিনয় করায় পর্দায় সারল্য হারিয়েছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। এ কারণেই ‘আশিকি থ্রি’ থেকে বাদ পড়েছেন তিনি। এমন খবর যখন অন্তর্জালে ছড়িয়ে পড়েছে তখনই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নির্মাতা অনুরাগ বসু। সংবাদ টাইমস অব ইন্ডিয়ার।

আনুষ্ঠানিক ঘোষণার সময় থেকেই আলোচনার কেন্দ্রে ‘আশিকি থ্রি’। এরইমধ্যে দর্শক আগ্রহের কেন্দ্রে রয়েছে এ সিনেমার নায়িকা চরিত্রে কে অভিনয় করছেন তা জানার।

এ প্রসঙ্গে সরাসরি অনুরাগ কিছু না বললেও সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘আশিকি থ্রি’ সিনেমায় থাকছেন না তৃপ্তি। তবে তিনি কেন থাকছেন না তা আমি কখনও ব্যাখ্যা করিনি।’

অনুরাগ আরও বলেন, ‘ছড়িয়ে পড়া খবর আমি পড়েছি। যা সত্য নয়। তৃপ্তিও এ বিষয়ে বিস্তারিত জানেন। আমি বলব, তৃপ্তিকে বাদ দেয়া হয়েছে। কারণ, সিনেমায় অভিনীত চরিত্রটির জন্য তিনি মানানসই ছিলেন না।’

এদিকে অন্তর্জালে গুঞ্জন উঠেছে, অ্যানিমেলে সাহসী দৃশ্যে অভনয় করার কারণেই ‘আশিকি থ্রি’ সিনেমায় সারল্য ভরা চরিত্রে অভিনয়ের জন্য সুযোগ হারিয়েছেন অভিনেত্রী।

জানা গেছে, চলতি জানুয়ারির শেষ দিকে অথবা আগামী ফেব্রুয়ারির শুরুতে শুটিং শুরু করবেন অনুরাগ বসু। তাই, ‘আশিকি থ্রি’ সিনেমার নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য পারফেক্ট একজনকে খুঁজছেন নির্মাতা।