বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

শিরোনাম

চিকুনগুনিয়ায় আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী

বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫

প্রিন্ট করুন

বিনোদন ডেস্ক: দক্ষিণ ভারতের অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সময়টা যেন একেবারেই ভাল যাচ্ছে না। সংসারে বিচ্ছেদ, এরপর প্রাক্তন স্বামীর বিয়ে। এরপরই বাবাকে হারানো। বাবার শোক কাটিয়ে উঠতে উঠতেই অসুখে পড়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

গত বছর জানা যায়, বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার খবর। এরপর অভিনয় থেকে বিরতি নিয়ে চিকিৎসা করান। বছরের শেষ দিকে তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্য বিয়ে করেছেন প্রেমিকা শোভিতাকে।

পিঙ্কভিলার এক প্রতিবেদন থেকে জানা গেছে, মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন সামান্থা। এ কারণে শরীরের প্রতিটি জয়েন্টে অর্থাৎ অস্থিসন্ধিতে ব্যথা অনুভব করছেন এই নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামের স্টোরিতে রেড লাইট থেরাপি ক্লিনিকের বাইরে থেকে তোলা একটি ছবি পোস্ট করেছেন সামান্থা।

সেখানে নোট হিসেবে লিখেছেন, ‘আমার জয়েন্টগুলো এখনো ঠিক হয়নি।’ এরপরই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন রিকভারিমোড, রেডলাইটথেরাপি।

এ অভিনেত্রী জানিয়েছেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে একদম বিছানায় পড়ে গেছেন তিনি। টানা চিকিৎসা চলছে। অসুস্থতার জন্য শারীরিকভাবে দুর্বল হলেও মনের দিক থেকে শক্ত রয়েছেন বলেও জানিয়েছে সামান্থা।

উল্লেখ্য, ‘দ্য ফ্যামিলি ম্যান-২’ সিরিজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি লাভ করেন তিনি। পরবর্তী ‘পুষ্পা: দ্যা রাইজ’ সিনেমায় আইটেম গানে নেচে তুমুল জনপ্রিয়তা লাভ করেন সামান্থা। সম্প্রতি বরুণ ধাওয়ানের সঙ্গে তার অভিনীত ‘সিটাডেল: হানি বানি’ সিরিজটিও দারণ সাফল্য পেয়েছে।