নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: ‘গাজীপুর জেলা এসোসিয়েশান অফ ইউএসএ’র নবনির্বাচিত ২০২৫-২০২৬ মেয়াদের কার্যকরী কমিটির অভিষেক হয়েছে। নিউইয়র্ক সিটির উডসাইডের গুলশান টেরেসে ১ জানুয়ারি আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সচিব সিরাজুল মোড়ল বাবুলের পরিচালনায় ও প্রধান নির্বাচন কমিশনার নাঈম আহমেদ শপথবাক্য পাঠ করান।
নব নির্বাচিত সভাপতি গাজী আশরাফুজজামান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। গেস্ট অব অনার ছিলেন সাবেক সভাপতি আবদুল হালিম সরকার। অতিথি ছিলেন মধ্য কুইন্স ডেমোক্রাটিক পার্টির ডিষ্ট্রিক্ট লীডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, এটর্নি রাফসান ও রিয়েল এস্টেট ব্যাবসায়ী তুষার ভুইয়া, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মার্কস হোম কেয়ারের আমীর হোসেন কামাল, বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর খান।
অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক এমডি সুমন মাহমুদ ও সদস্য সচিব সবুজ মাহমুদের সাথে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন রনিক গােমেজ।
সংগঠনের সাধারণ সম্পাদক ইসহাক মোল্লা বাবুর উপস্থাপনায় দর্শকরা অনুষ্ঠানটি উপভোগ করেন ।
সাংস্কৃতিক সম্পাদক কানিজ ফাতেমা ও যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ মাহমুদের পরিচালনায় সাংস্কৃতিক পর্বে অংশ নেন অভিনেতা আহমেদ শরীফ, প্রতিক হাসান, মেহেরুন, মরিয়ম মারিয়া, মিয়া আদনান, তানভীর শাহিন।
সংগঠনের সহ সভাপতি লুঁৎফর রহমান ও কার্যকরী সদস্য মোহাম্মদ তুহিন সাংস্কৃতিক পর্ব উপস্থাপনা করেন।