ওয়াশিংটন ডিসি: পৃথিবীর শীর্ষ ধনকুবের ও ডোনাল্ড ট্রাম্প-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি। তার বিরুদ্ধে অভিযোগ, সামাজিক মাধ্যম এক্সের (সাবেক টুইটার) মালিকানা কেনার পর যথাসময়ে তথ্য প্রকাশ করেননি। এতে কম দামে শেয়ার কিনে নিজে লাভবান হলেও, ক্ষতির মুখে ফেলেছেন সাধারণ বিনিয়োগকারীদের।
২০২২ সালের অক্টোবরে ৪৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যে সামাজিক মাধ্যম টুইটার কিনে নেন ইলন মাস্ক। মালিকানা বুঝে নেয়ার পর জনপ্রিয় এই মাধ্যমটির লোগো ও নাম পরিবর্তন করে রাখেন এক্স।
এবার সেই এক্সেই ফেঁসে যেতে পারেন দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের ঘনিষ্ঠ হয়ে ওঠা ইলন মাস্ক। ৫ শতাংশ শেয়ারের মালিকানা কেনার পর ১১ দিন পার হলেও তথ্য প্রকাশ করেননি তিনি, যা সিকিউরিটিজ আইনে অপরাধ। সেই অপরাধে ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে এসইসি।
বলা হচ্ছে, ‘তথ্য প্রকাশের দিন টুইটারের শেয়ারের দাম বেড়ে যায় ২৭ শতাংশ। তথ্য গোপন করায় শেয়ারের দাম কম ছিল। সেই সুযোগে মাস্ক ৫০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের শেয়ার কিনেন। এতে, তিনি অতিরিক্ত সাশ্রয় করেন ১৫০ মিলিয়ন ডলার। বিপরীতে, ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।’
তবে মামলাটিকে ‘ভুয়া’ বলে মন্তব্য করেছেন ইলন মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পাইরো। তিনি বলেন, ‘তার মক্কেল কোন ভুল করেননি। একটি নথি জমা না দেয়ার অভিযোগে মামলাটি হয়েছে, যা কিনা নিয়ন্ত্রক সংস্থাটির হয়রানির চেষ্টা বলে অভিযোগ তার আইনজীবীর।’
মাস্কের বিরুদ্ধে এমন এক সময় মামলাটি দায়ের হলো, যখন এসইসির চেয়ারম্যান গ্যারি জেন্সলার গেল নভেম্বরেই ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প দায়িত্ব নেয়ার সাথে সাথে তিনি পদত্যাগ করবেন। পাল্টা ঘোষণায়, দায়িত্ব নেয়ার দিনেই জেন্সলারকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।