সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

জানুয়ারিতে নির্যাতনের শিকার ২০৬ নারী ও কন্যা

সোমবার, ফেব্রুয়ারী ৩, ২০২৫

প্রিন্ট করুন

ঢাকা: চলতি বছরের গেল জানুয়ারি মাসে মোট ৮৫ জন কন্যা ও ১২০ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৪২ জন কন্যাসহ ৬৭ জন। তার মধ্যে ১৪ জন কন্যাসহ ২০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, ১ জন কন্যাসহ ২ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া, দুইজনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদন (জানুয়ারি) এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন পাঠায় মহিলা পরিষদ।

মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতি মাসে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘গত জানুয়ারি মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছে ৮ জনের এর মধ্যে ৪ জন কন্যা। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে তিনজন, এর মধ্যে একজন কন্যা। দুইজনের এসিডদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। একজনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন দুইজন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন মোট ২১ জন, এর মধ্যে দুইজন কন্যা। দুইজন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে, এর মধ্যে একজন গৃহকর্মীর হত্যার ঘটনা ঘটেছে।

এছাড়া, গত জানুয়ারিতে বিভিন্ন কারণে ১১ জন কন্যাসহ ৪৯ জনকে হত্যা করা হয়েছে। ৭ জন কন্যাসহ ২৫ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৭ জন কন্যাসহ ১৩ জন আত্মহত্যা করেছে, এর মধ্যে ১ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। পিতৃত্বের দাবির ঘটনা ঘটেছে একটি।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘গত জানুয়ারি মাসে ৩ জন কন্যাসহ ৫ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। এছাড়া, ৭ জন কন্যা অপহরণের চেষ্টার শিকার হয়েছে। ১ জন কন্যাসহ ২ জন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ২ টি। বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে ৩ টি। এছাড়া ২ জন কন্যাসহ ৭ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।’