বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্ককে নিরাপদ ও সাশ্রয়ী করতে অ‍্যাডামস প্রশাসনের নানা পদক্ষেপ

বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২৫

প্রিন্ট করুন

এইচবি রিতা: নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ‍্যাডামস্ ও তার দল গত সপ্তাহে অ্যালবানি সফর করেছেন। সেখানে তিনি চারটি মূল বিষয়ের উপর গুরুত্ব দেন- ‘অ্যাক্স দ্য ট্যাক্স ফর দ্য ওয়ার্কিং ক্লাস’ আইন পাশ, ‘সাপোর্টিভ ইন্টারভেনশনস অ্যাক্ট’ পাস ফৌজদারি বিচার ব্যবস্থার আইনি সংস্কার ও নিউইয়র্কে অভিবাসী আশ্রয়প্রার্থীদের জন্য চলমান আন্তর্জাতিক সংকট মোকাবিলায় আর্থিক সহায়তা।

প্রশাসনের প্রথম দিন থেকেই ‌‍‌‍অ‍্যাডামস্ প্রশাসনের লক্ষ্য ছিল নিউইয়র্ক সিটিকে আরও নিরাপদ ও সাশ্রয়ী করে গড়ে তোলা, যাতে শহরটি প্রতিটা পরিবারের জন্য বসবাসের সেরা শহর হয়ে ওঠে। সেই লক্ষ‍্যেই কাজ করে যাচ্ছে অ‍্যাডামস্ প্রশাসন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) কমিউনিটি অপ:এড-এ এরিক অ‍্যাডামস্ বলেন, ‘বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয় সংকটের মুখোমুখি। অ্যাক্স দ্য ট্যাক্স ফর দ্য ওয়ার্কিং ক্লাস-কর্মজীবী শ্রেণির নিউইয়র্কবাসীর জন্য জীবনযাত্রার ব্যয় কমাবে এবং এই পরিকল্পনার মাধ্যমে স্বল্প আয়ের নাগরিকদের শহরের ব্যক্তিগত আয়কর আংশিক বা সম্পূর্ণভাবে বাতিল করা হবে। আমরা আশা করি, এই পরিকল্পনার ফলে গড়ে প্রতিটি পরিবারের জন্য ৩৫০ ডলার সঞ্চয় হবে, যা মোট ৬৩ মিলিয়ন ডলারের বেশি অর্থ স্বল্প আয়ের পরিবারগুলোর হাতে তুলে দেবে এবং প্রায় ৫ লাখ ৮২ হাজার নিউ ইয়র্কবাসী উপকৃত হবে।’

অন‍্যদিকে, ‘সাপোর্টিভ ইন্টারভেনশনস অ্যাক্ট’ পাসের মাধ‍্যমে গুরুতর মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিরা দীর্ঘ স্থায়ী সহায়তা পেতে পারেন। ‌‍

অ‍্যাডামস বলেন, ‘আমরা অ্যালবানিকে ‘সাপোর্টিভ ইন্টারভেনশনস অ্যাক্ট’ পাস করার আহ্বান জানিয়েছি। এটি নিশ্চিত করবে যে, রোগীরা প্রকৃতপক্ষে সেরে ওঠার জন্য যত দিন প্রয়োজন তত দিন যত্ন পাবেন এবং তাদের জন্য প্রয়োজন হলে পরবর্তী সহায়তামূলক বহির্বিভাগের চিকিৎসা দেয়া হবে।’

‘তৃতীয়ত, আমরা এমন আইনি পরিবর্তনের কথা বলেছি যাতে আসামিদের অধিকার রক্ষা করা যায় এবং একই সঙ্গে আমাদের বিচার ব্যবস্থা আরও কার্যকর হয়। বিশেষ করে, বারবার অপরাধ করা ব্যক্তিদের যথাযথ শাস্তির আওতায় আনা জরুরি, যাতে আমাদের সম্প্রদায় নিরাপদ থাকে। অবশেষে, আমরা আশ্রয়প্রার্থীদের সংকট মোকাবিলায় আরও অর্থ সহায়তা চেয়েছি। আমাদের প্রচেষ্টার ফলে ২০২৪ সালের জানুয়ারিতে আশ্রয়প্রার্থীদের সংখ্যা ৬৯ হাজার থেকে কমে এখন ৪৭ হাজারের নিচে নেমেছে। তবে, গত তিন বছরে আমরা তাদের জন্য ৭ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছি এবং ভবিষ্যতে আরও অর্থ ব্যয় হবে।’

তিনি বলেন, ‘আমাদের সব দাবি গভর্নর হোচুল ও স্টেট আইন পরিষদের কাছে আমাদের প্রশাসনের সফলতার ভিত্তিতেই করা হয়েছে। গত বছর, আমরা সাশ্রয়ী বাড়ি তৈরিতে পরপর রেকর্ড গড়েছি। এছাড়া, আমরা ‘সিটি অব ইয়েস ফর হাউজিং অপরচুনিটি’ পরিকল্পনা পাস করেছি, যা আমাদের শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাসন সংস্কার উদ্যোগ। গভর্নর হোচুল ও স্টেটের সহায়তা, সঙ্গে আমাদের নতুন জোনিং সংস্কারের ফলে আগামী ১৫ বছরে পাঁচটি বরোর প্রতিটি এলাকায় ৮০ হাজারের বেশি নতুন বাড়ি তৈরি হবে। এটি নিউইয়র্ক সিটিকে কর্মজীবী পরিবারের জন্য আরও সাশ্রয়ী ও বাসযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তবে অ‍্যাডামস্ মনে করেন, শহরে জীবনযাত্রার খরচ এখনও অনেক বেশি। কর্মজীবী নিউ ইয়র্কবাসীর জন্য খাবার, ওষুধ, পরিবহন ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের খরচ বহন করা সহজ হওয়া উচিত। প্রতিটি ডলার তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাদের সহায়তার জন্য, ‌‍অ‍্যাডামস্ প্রশাসন ইতোমধ্যে কর্মজীবী মানুষের জন্য ৩০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ ফেরত দিতে সক্ষম হয়েছেন।

অ‍্যাডামস্ বলেন, ‘আমরা একটি উন্নত ভবিষ্যতের জন্য কাজ করছি। কিন্তু, এরই মধ্যে আমাদের শহর শক্তিশালী রয়েছে এবং উন্নতি অব্যাহত রেখেছে। শহরের রাস্তায় ও সাবওয়েতে অপরাধের হার কমেছে। ২০২৪ সালে, পরপর তিন বছর ধরে হত্যাকাণ্ড ও গুলির ঘটনা কমেছে ও আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে এই হার দ্বিগুণ কমেছে। জানুয়ারির অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, টানা দ্বিতীয় মাসেও শহরে সামগ্রিক অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এছাড়া, আমাদের প্রশাসনের সময়কালে নিউইয়র্ক সিটিতে চাকরির সংখ্যা সর্বোচ্চ স্তরে পৌঁছেছে এবং আমরা ইতিহাসে সবচেয়ে বেশি চাকরির রেকর্ড অষ্টম বারের মতো ভেঙেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল- সব জনগোষ্ঠীর মধ্যে বেকারত্ব কমেছে। বিশেষ করে কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক সম্প্রদায়ের বেকারত্ব আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে ২০ শতাংশেরও বেশি কমেছে।’

এই সফলতা সত্ত্বেও, অ‍্যাডামস্ মনে করেন আরও কাজ বাকি রয়েছে। নিউইয়র্ককে আরও নিরাপদ, সাশ্রয়ী ও বসবাসের জন্য আদর্শ শহর হিসেবে গড়ে তুলতে তারা গভর্নর হোকুল ও স্টেট আইনসভার সঙ্গে কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি।