শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

শিরোনাম

নিউইয়র্কে ‘আইকন অফ টাইম অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন কবি কাজী জহিরুল ইসলাম

বুধবার, ফেব্রুয়ারী ১৯, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: বর্তমান সময়ের বরেণ্য কবি, লেখক, বুদ্ধিজীবী কাজী জহিরুল ইসলামকে তার জন্মদিনের প্রাক্কালে ‘আইকন অফ টাইম অ্যাওয়ার্ড ২০২৫’ দিয়েছে গ্রেস ফাউন্ডেশন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হলিউডে কবির বাসভবনে গেল ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় কবির হাতে এই সম্মাননা তুলে দেন গ্রেস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দিমা নেফারতিতি। তিনি কবির হাতে ‘আইকন অফ টাইম অ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননার স্মারক তুলে দেন এবং কবিকে উত্তরীয় পরিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঊনবাঙাল সাহিত্য সংগঠনের প্রেসিডেন্ট মুক্তি জহির, মানবাধিকার নেত্রী কাজী ফৌজিয়া, সাংবাদিক রওশন হক, কবি সুমন শামসুদ্দিন, আবৃত্তিশিল্পী আহসান হাবীব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ ফজলুর রহমান, শিল্পী নজরুল ইসলাম ও সৈয়দ মাসুদুল ইসলাম টুটুল, কবি রেনু রোজা, আবৃত্তিশিল্পী মুন্না চৌধুরী, শেলি ইয়াসমিন।

সকলে কবিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

এ সময় কবি কাজী জহিরুল ইসলাম তার অভিব্যক্তিতে দিমা নেফারতিতি ও গ্রেস ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ‘গ্রেস ফাউন্ডেশন সমাজের আলোকিত মানুষদের সম্মান জানায় প্রতি বছর। এই উদ্যোগ প্রশংসনীয় এবং অনুপ্রেরণার। ‘আইকন অফ টাইম’ একটি যুগান্তকারী সম্মান। এই সম্মান ও অর্জন আমার সাহিত্যিক স্বত্তা থেকে সমাজের জন্য আলোকিত কাজ করবার দায়িত্ব আরও বাড়িয়ে দিলো।’

দিমা নেফারতিতি বলেন, ‘কাজী জহিরুল ইসলামের কবিতা ও গদ্যের অসাধারণ প্রভাব রয়েছে বাংলা সাহিত্য, সমকালীন সমাজ ও সমাজের সার্বজনীন মানবতাবাদী প্রয়াসে। গ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাভাষার বহুমাত্রিক কবি ও লেখক কাজী জহিরুল ইসলামের হাতে ‘আইকন অফ টাইম অ্যাওয়ার্ড ২০২৫’ তুলে দিতে পেরে আমি আনন্দিত।’

মুক্তি জহির কবির জন্মদিনে গ্রেস ফাউন্ডেশনের এমন সুন্দর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘আপনারা সবাই আমাদের সুহৃদ, শিল্পের সারথি। আপনাদের ভালোবাসা, শুভেচ্ছায় কবি কাজী জহিরুল ইসলামের জন্মদিন উদযাপনের এই সন্ধ্যা সমৃদ্ধ হয়েছে, আলোকিত হয়েছে। গ্রেস ফাউন্ডেশন প্রতি বছর আলোকিত মানুষদের সম্মান জানায়। একটি সুন্দর সমাজ নির্মাণে এমন অনুপ্রেরণা ভীষণ সময়োপযোগী।’

‘আইকন অফ টাইম অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান ও কাজী জহিরুল ইসলামের জন্মদিন উদযাপনে সুন্দর প্রাণবন্ত সন্ধ্যা উপভোগ করেন কবির ভক্ত, অনুরাগী, প্রিয়জনেরা। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে কবিকে শুভেচ্ছা জানান, কবির সাহিত্যের ইতিবাচকতা নিয়ে আলোচনা করেন। কাজী জহিরুল ইসলাম তার নতুন কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করেন। কবির কবিতা আবৃত্তি করেন দিমা নেফারতিতি, সুমন শামসুদ্দিন, আহসান হাবীব। গান করেন নজরুল ইসলাম ও সৈয়দ মাসুদ-উল ইসলাম। কবির জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশী ঐতিহ্যের রকমারী পিঠা তৈরি করেন মুন্না চৌধুরী।