রবিবার, ০৯ মার্চ ২০২৫

শিরোনাম

মিশিগানে আল আকসা সুপার মার্কেট অ্যান্ড রেস্টুরেন্টের গ্র‍্যান্ড ওপেনিং

বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫

প্রিন্ট করুন

মিশিগান, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশী ব্যবসায় প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত হল আরো একটি গ্রোসারি স্টোর ‘আল আকসা সুপার মার্কেট অ্যান্ড রেস্টুরেন্ট’।

গত ২৫ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। উদ্বোধনের দিন থেকে স্টোরটিতে মূল্যছাড় দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের বাফেলোসহ বিভিন্ন রাজ্যে এ প্রতিষ্ঠানের শাখা রয়েছে।

গ্রোসারি স্টোরটি ওয়ারেন সিটির হোবার রোডে অবস্থিত। অবস্থানগত কারণে স্টোরটি থেকে ওয়ারেন, স্টার্লিং হাইটস, মেডিসন হাইটস, ডেট্রয়েট, হ্যামট্রাম্যাকসহ আশে-পাশের লোকজন তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেন। স্টোরটিতে রয়েছে সুপরিসর জায়গা, সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর। রয়েছে জনপ্রিয় ব্রান্ডের জিনিসপত্রের প্রচুর সমাহার। নিত্য প্রয়োজনীয় সব জিনিসই এখানে পাওয়া যায়। রয়েছে মাছ, মাংস, শাক শবজি, মশলা, বেকারি সামগ্রী, দেশ থেকে আসা ফ্রিজেন ফুডসহ যে কোন নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য।

তাদের রয়েছে একাধিক রেজিস্টার, মাছ, মাংস কাটার আধুনিক ব্যবস্থা।

প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানান, ক্রেতা ও ভোক্তাদের কাছ থেকে ভাল সাড়া পাচ্ছেন, তাদের জিনিসের কোয়ালিটি ভাল ও দামও তুলনামূলক কম।

বাজার করতে আসা ক্রেতারা জানান, এখানের জিনিসপত্র তাজা, মান ভাল, দামও আনুপাতিক হারে কম, নিরিবিলি পরিবেশ। এখানে সব সময় পার্কিং পাওয়া যায়, স্টোরের ভিতর বাহির পরিষ্কার-পরিচ্ছন্ন।