রবিবার, ০৯ মার্চ ২০২৫

শিরোনাম

৮-১০ আগস্ট ফিলাডেলফিয়ায় মুনার ন্যাশনাল কনভেনশন

শনিবার, মার্চ ৮, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: আগামী ৮- ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অবস্থিত পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে ‘মুনা কনভেনশন-২০২৫’ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে মুসমানদের সবচেয়ে বড় এ আয়োজনকে সাফল্যমন্ডিত করতে মিডিয়ার সহায়তা কামন করেছেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) নেতৃবৃন্দ।

এ উপলক্ষে মঙ্গলবার (৪ মার্চ) জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে ইফতার মাহফিল পূর্ববর্তী সংবাদ সম্মেলন করেছে মুনা। এতে প্রধান অতিথি ছিলেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেকক্টর আরমান চৌধুরী। সভাপতিত্ব করেন মুনা ন্যাশনাল মিডিয়া বিভাগ পরিচালক আনিসুর রহমান গাজী ও পরিচালনা করেন মুনা ন্যাশনাল এ্যাসিস্টেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর আব্দুল্লাহ আল আরিফ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল এ্যাসিস্টেন্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর আহমদ আবু উবায়দা, মোহাম্মদ রুহুল আমিন, মুনা মজলিশে শুরা সদস্য এমএম মাওলা সুজন, মুনা নিউইয়র্ক সাউথ জোনের সভাপতি এমদাদ উল্লাহ, মুনা নিউইয়র্ক নর্থ জোন সেক্রেটারি মমিনুল ইসলাম মজুমদার, নিউইয়র্ক সাউথ জোন মিডিয়ার পরিচালক আমিনুর রসুল জামসেদ।

আলোচনার ফাঁকে ইসলামী গান করেন মুনা শিল্পী গোষ্ঠির সদস্য সালাহউদ্দিন রাসেল। ইফতারের পূর্বে আমেরিকাসহ বিশ্বশান্তি কামনা করে দোয়া করেন ইমাম দেলোয়ার হোসাইন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আগামী ৮, ৯ ও ১০ আগস্ট পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে মুনা কনভেনশন-২০২৫’ আয়োজন করতে যাচ্ছে। এই কনভেনশন মুসলিম জীবনে বিশেষ করে বাংলাদেশী আমেরিকান পরিবারের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আমরা বিশ্বাস করি। মুনা আমেরিকার একটি দাওয়াতি ও সামাজিক সংগঠন। মানুষের ব্যক্তিগত নৈতিক ও সামাজিক মানোন্নয়নের জন্য সার্বিক প্রচেষ্টা চালানোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিষ্ঠিত হয় মুনা। এই সংগঠনটি ১৯৯০ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যে কর্পোরেশন ভুক্ত করা হয়। বর্তমানে মুনা আমেরিকার প্রায় সবকটি রাজ্যেই কমবেশি কর্মতৎপরতা পরিচালনা করছে। মুসলমানদের প্রাত্যহিক সামাজিক ও ধর্মীয় কর্মকান্ড এবং জাতীয় নাগরিক জীবনে ভূমিকা পালনের নিমিত্তে সবাইকে সংগঠিত করতে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে এসব ব্যক্তি আল্লাহ এবং তার রসূল মুহাম্মদের (সা,) অনুসরণের মাধ্যমে মানবতার সেবা করে যেতে পারে।

এবারের কনভেনশনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় এবং থিম নির্ধারণ করা হয়েছে ‘ইসলামের মশাল বহন : বিশ্বব্যাপী ধর্মীয় বিশ্বাসের বিস্তৃতি’|

সংবাদ সম্মেলনে বলে হয়, দুনিয়াব্যাপী মানবতা আজ মুক্তির জন্য দিশেহারা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের দুনিয়া ও আখেরাতের মুক্তি তথা সামগ্রিক কল্যাণ ইসলামেই নিহিত রয়েছে। মুনা চায়, প্রত্যেক মুসলিম ভাই-বোনেরা ইসলামের সুমহান আদর্শকে নিজেদের জীবনে যথার্থভাবে ধারন করে, এক একজন দ্বীনের মশাল বাহক হিসাবে দুনিয়াব্যাপী প্রচারে আত্ননিয়োগ করুক। ইসলাম শুধু মুসলিম তথা ইসলামে বিশ্বাসীদের জন্য নয়, এটা গোটা মানবজাতির উন্নতি ও অগ্রগতির সোপান । মুনা এই বিশ্বাসকে ধারণ করেই এবারের কনভেনশনের মূল কেন্দ্রীয় প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করেছে।’