নিউইয়র্ক: মুজিবনগর দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলের এ সভার আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী লীগ পরিবার।
১৯৭১ সালের ১৭ এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্ধনাথ তলায় আম্রকাননে প্রবাসী সরকারের শপথ গ্রহণের দিন স্মরণে সভায় ব্যারিস্টার আমিরুল ইসলামের ভিডিও-সাক্ষাৎকার প্রদর্শন, মুক্তিযুদ্ধে শহীদ, পঁচাত্তরের ১৫ আগস্ট, ৭ নভেম্বরের সব শহীদ, পরবর্তী বিএনপি-জামাত জোটের হামলায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
আওয়ামী লীগ নেতা প্রদীপ করের সভাপতিত্বে ও মোহাম্মদ আলী সিদ্দিকীর সঞ্চালনা আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, শেখ হাসিনামঞ্চের সভাপতি জালাল উদ্দিন জলিল এবং সেক্রেটারি কায়কোবাদ খান, শ্রমিক লীগ নেতা জুয়েল আহমেদ, ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস ও কিবরিয়া জামান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা হাকিকুল ইসলাম খোকন, এডভোকেট শাহ বখতিয়ার, রুমানা আকতার, আকতার হোসেন, ইকবাল হোসেন, টি মোল্লাহ, আবুল হোসেন, রফিকুল ইসলাম নয়ন।
সভায় একাত্তরের মত দেশপ্রেমিক প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের উন্নয়ন-অভিযাত্রার স্বার্থে আবারো শেখ হাসিনার নেতৃত্ব প্রতিষ্ঠার সংকল্প ব্যক্ত করা হয়।