বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

শিরোনাম

আটলান্টিক সিটিতে ‘শেপার’-এর উদ্যোগে নববর্ষ উদযাপন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫

প্রিন্ট করুন

নিউ জার্সি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ‍্যের আটলান্টিক সিটিতে প্রবাসী বাংলাদেশী মালিকানাধীন কোচিং সেন্টার ‘শেপার’’-এর উদ্যোগে ‘বাংলা নববর্ষ উদযাপন ও ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

স্থানীয় একটি ভেন্যুতে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুহৃদ সমাবেশ, কথামালা, ইসলামী সংগীত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন মারুফা নাজনিন, মুনতাহিনা মামুন, সাবাহ শেখ ।

‘শেপার’-এর প্রধান নির্বাহী শিপন সাখাওয়াতের সভাপতিত্বে ও মো. দিদারের সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন মসজিদ আল হেরার খতিব মুহাদ্দিস আজিম উদ্দিন।

কথামালায় অংশ নেন জহিরুল ইসলাম বাবুল, জাকিরুল ইসলাম খোকা, সোহেল আহমেদ, আকবর হোসাইন, সৈয়দ কাউসার শাহীন, ফেরদৌস ইসলাম, মোহাম্মাদ শাহীন, শারু রেজা চৌধুরী, সৈয়দ রামিম, মোহাম্মদ এ সিদ্দিক ফরহাদ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী ও অন্যরা।

অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করে ‘শেপার’-এর শিক্ষার্থী সানিকা সোহা, জারিফা নেহা, আফিফ আহমেদ, আরহাম হোসেন, রায়ান মিয়া, সোয়েবুর রহমান, তাহসিন খান, রাধভিন আরাফ প্রমুখ।

অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা শিশু- কিশোরদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ইসলামী সংগীত পরিবেশন উপস্থিত সুধীজনদের মুগ্ধ করে ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে বিজয়ীরা হলো জারিফাহ নেহা, ওমার, তাহাসিন খান ও খ বিভাগে বিজয়ীরা হলো সামিহা সহিদ, নাজিফা আরা প্রমুখ ।

এছাড়া অনুষ্ঠানে ‘শেপার’-এর লক্ষ্য, পথচলা ও কর্মকাণ্ড নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।