মঙ্গলবার, ০৬ মে ২০২৫

শিরোনাম

আ-কার ই-কার চলচ্চিত্রের আট বছর পূর্তিতে চলচ্চিত্র প্রদর্শনী ১৭ মে

সোমবার, মে ৫, ২০২৫

প্রিন্ট করুন

চট্টগ্রাম: কখনও কখনও মানুষেকে জীবনে এমন কিছু চরম বাস্তবতার মুখমখি দাড়াতে হয়, যা সে কখনও প্রত্যাশা করেনা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ালে চারপাশে থাকা মানুষগুলোর প্রকৃত রুপ চেনা যায়। যারা এক সময়ে খুব কাছের মানুষ ছিলো তাদের পরিচিত মুখগুলো যেন মুহুর্তেই অপরিচিত মনে হতে থাকে। জীবনের গল্পটা তখন এলোমেলো হয়ে যায়। তেমনি বাস্তবতার গল্প নিয়ে নির্মিত টেলিফল্ম ‘কালো মেঘের নৌকা’।

আগামী ১৭ মে আ-কার ই-কার চলচ্চিত্রের আট বছর পূর্তি উপলক্ষে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) মূল হলে প্রদর্শনী হতে যাচ্ছে দুইটি টেলিফিল্ম ‘কালো মেঘের নৌকা’ ও ‘নোলক’। বিকাল পাঁচটায় প্রদর্শিত হবে ‘কালোমেঘের নৌকা’ এবং সন্ধ্যা ছয়টায় প্রদর্শিত হবে টেলিফল্ম ‘নোলক’।

টেলিফিল্ম দুইটি রচনা করেছেন শিমরান ফেরদৌস ও পরিচালনায় রয়েছেন আশরাফুল করিম সৌরভ। নৃত্য পরিচালনায় শাওন ও হিল্লোল দাস। ফিল্ম দুইটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কঙ্কন দাশ, আব্দুল হাদি, শাহীন চৌধুরী, গৌরী নন্দিতা, ঋতুপর্ণা সেনগুপ্ত, আশরাফুল করিম সৌরভ, শোভরাজ চৌধুরী আইয়ুব, শিমরান ফেরদৌস, আফতাব, রমিতা ভৌমিক, লিছা, জোয়েনা আফসান, কামরুন্নাহার, তাসনুভা, বাপ্পী হায়দার, আবুতাহের সায়মন, বিনা দাশ, শ্রিজিত মহাজন, সাদিয়া করিম, টুম্পা বিস্বাস, আর্দি, নন্দিতা দাশ, পাভেলা আল মাহমুদ, বিকিরন বড়ুয়া, আনভির,সৌরভ পাল, ফরহাদ প্রমুখ।

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।