বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

শিরোনাম

২ ও ৩ আগস্ট মিশিগানে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

বুধবার, মে ৭, ২০২৫

প্রিন্ট করুন

মিশিগান: বাংলাদেশ এসোসিয়েশন অফ মিশিগানের (বাম) উদ্যোগে মিশিগানে আগামী ২ ও ৩ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম ‘বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল’।

ওয়ারেন সিটি স্কয়ারে এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ও উত্তর আমেরিকার শিল্পীরা মেলায় অংশ নেবেন। মেলায় থাকবে সাংস্কৃতি অনুষ্ঠান, নৃত্য, দেশীয় আড্ডা, থাকবে রকমারি স্টলে বাংলাদেশি কাপড়, খেলনা, ঘর সাজানোর জিনিস ও বিভিন্ন স্বাদের খাবারের দোকান।

সংগঠনের স্বেচ্ছাসেবকসহ ওয়ারেন পুলিশ মেলার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। আমেরিকার রাজনীতিবিদ, সিটি অফিসিয়েলসহ অনেকে মেলায় আসবেন। সব বয়সী মানুষের জন্য থাকবে বিনোদনের ব্যবস্থা। প্রতিদিন দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে। প্রতি বারের মতো এবারো মেলায় বাংলাদেশি আমেরিকান ঐতিহ্য, কৃষ্টি তুলে ধরা হবে।