মঙ্গলবার, ১৩ মে ২০২৫

শিরোনাম

আওয়ামী লীগকে নিষিদ্ধের নিউইয়র্কে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ

মঙ্গলবার, মে ১৩, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সংবাদ জানার পরই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, শেখ হাসিনা মঞ্চ, জেনোসাইড একাত্তর ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের শতশত নেতা-কর্মী বিক্ষোভে ফেঠে পড়েন।

গত শনিবার (১০ মে) বিকেলে ক্ষুব্ধ-নেতা-কর্মীরা গগনবিদারি স্লোগানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ছবিতে জুতা নিক্ষেপ করেন এবং ইউনূসকে গণশত্রু হিসেবে অভিহিত করে অবিলম্বে তাকে পদত্যাগের দাবি জানানো হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মধ্য দিয়ে ইউনূস তার রাজাকারি চরিত্রের প্রকাশ ঘটিয়েছেন বলে বক্তারা অভিযোগ করেন।

সমাবেশ থেকে ইউনূস সরকারের কোন নির্দেশ বাংলাদেশের সচেতন মানুষ কখনো মানবে না বলে উল্লেখ করে বক্তারা ইউনূসের অন্যায়-অবিচার আর দু:শাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলনের ঘোষণা দেয়া হয়।

সমাবেশ বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা প্রদীপ কর, মোহাম্মদ আলী সিদ্দিকী, আবুল হাসিব মামুন, মহিউদ্দিন দেওয়ান, শাহীন আজমল, শাহ বখতিয়ার, তারিকুল হায়দার চৌধুরী, দরুদ দিয়া রনেল, সাখাওয়াত হোসেন চঞ্চল, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল কাদের মিয়া, সেক্রেটারি কামাল হোসেন মিঠু, সহ-সভাপতি মো. জাফরউল্লাহ, নুরুল আবসার, শেখ হাসিনামঞ্চের সভাপতি জালালউদ্দিন জলিল, সেক্রেটারি কায়কোবাদ খান, কাশেম ভ’ইয়া, খসরুল ইসলাম, ইকবাল হোসেন, খান শওকত, স্বেচ্ছাসেবক লীগের নেতা কিবরিয়া, নুরুজ্জামান সর্দার, সাখাওয়াত বিশ্বাস, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ আজাদ, শামসুদ্দিন আজাদ, ইমদাদ চৌধুরী, সোলায়মান আলী, আব্দুল হামিদ, মফিজুল ইসলাম, আলী হোসেন গজনবী, তুলন মিয়া, আশফাক মাসুক, জহুরুল ইসলাম, নুরল ইসলা, নজরুল, জেডএ জয়, যুবলীগ নেতা শেখ জামাল, রহিমুজ্জামান সুমন, জাহিদ খন্দকার, ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, শাহানারা রহমান, মমতাজ শাহনাজ।

সকলে সমস্বরে স্লোগান ধরেন, আমার মাটি আমার মা-করিডোর হবে না, সেন্ট মার্টিন দেব না-আমার মাটি আমার মা, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জামাতের আস্তানা-ভেঙ্গে দাও-গুড়িয়ে দাও, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু ইত্যাদি।