রবিবার, ১৮ মে ২০২৫

শিরোনাম

বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা আয়োজনের প্রস্তুতি সভা

শনিবার, মে ১৭, ২০২৫

প্রিন্ট করুন

নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটি ইউএসএর সাবেক কর্মকর্তাদের উদ্যোগে মিলনমেলা আয়োজনের লক্ষ্যে দ্বিতীয় প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১২ মে) নিউইয়র্কের জ্যামাইকার মেজ্জান রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়াদুদ ভূঁইয়ারে সভাপতিত্বে এবং সদস্য সচিব বাবুল চৌধুরী ও প্রধান সমন্বয়ক মোহাম্মদ জামান তপনের পরিচালনায় সভায় কুইন্স ও লং আইল্যান্ডের তিনটি ভেন্যু বিবেচনায় নেওয়া হয়।

ভবিষ্যতে প্রয়োজন হলে আরও ভেন্যু যোগ করার সিদ্ধান্ত হয়। পরবর্তী সভার তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানানো হয়। এ সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন, বাজেট প্রণয়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাগাজিন প্রকাশ, অতিথি নির্বাচন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সম্ভাব্য স্থান ও সময় নির্ধারণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সাবেক কর্মকর্তাদের উদ্দেশ্যে আয়োজিত এই মিলনমেলার ব্যাপারে বিশেষভাবে আলোচনা হয়। যেখানে বেশিরভাগ সাবেক কর্মকর্তা একমত হন যে, ৫০ বছর পূর্তি উদযাপন সোসাইটির পক্ষ থেকে করা যেতে পারে। তবে সাবেক কর্মকর্তাদের উদ্যোগে মিলনমেলা আয়োজনের বিষয়টি আলাদা এবং এতে কোনো ধরনের দ্বন্দ্ব বা সংঘাত সৃষ্টি হওয়া উচিত নয়।

সভায় সাবেক সাধারণ সম্পাদকদের পক্ষ থেকে দাবি জানানো হয়, সোসাইটি অনুযায়ী শুধুমাত্র সদস্যদের জন্য পুনর্মিলনী আয়োজনের কথা বলা হয়েছে। তবে সাবেক কর্মকর্তাদের জন্য কোনো আলাদা আয়োজনের উল্লেখ নেই। ফলে সাবেক কর্মকর্তারা নিজেরাই মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত নেন।

এছাড়া, বাংলাদেশ ডে প্যারেডে সাবেক কর্মকর্তাদের আমন্ত্রণ না জানানো এবং সম্মাননা প্রদান না করার বিষয়টি নিয়ে কিছু ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় একটি প্রস্তুতি কমিটি পুনর্গঠন করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন আহ্বায়ক ওয়াদুদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আব্দুর রব মিয়া ও নার্গিস আহমেদ, সদস্য সচিব বাবুল চৌধুরী, যুগ্ম সদস্য সচিব জেডআই চৌধুরী জুয়েল ও জে সানি মোল্লা, সমন্বয়ক মো. জামান তপন, সহ-সমন্বয়ক মো. সাইফুল ইসলাম, সরোয়ার খান বাবু, মঈন উদ্দিন মাহবুব, একেএম রফিকুল ইসলাম ডালিম। ফাইন্যান্স কমিটির প্রধান একেএম নুরুল হক, সদস্য মো. হায়দার, সাংস্কৃতিক কমিটির প্রধান সাইদ আহমেদ চৌধুরী, অভ্যর্থনা কমিটির প্রধান মনিরুল ইসলাম। স্যুভেনির কমিটির প্রধান শেখ সিরাজ, সদস্য খান শওকত ও সিরাজ উদ্দিন সোহাগ।

সভায় উপস্থিত ছিলেন নার্গিস আহমেদ, আব্দুর রব মিয়া, মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম, সাইদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ হোসেন খান, ফখরুল আলম, একেএম ফজলে রাব্বী, মনিরুল ইসলাম, দুলাল মিয়া এনাম, নিশান রহীম, একেএম নুরুল হক, শেখ সিরাজ, খন্দকার ফরহাদ, জেডআই জুয়েল চৌধুরী, সাইফুল ইসলাম, সিরাজ উদ্দিন সোহাগ, ওয়াহিদ কাজী এলিন, কাজী তোফায়েল ইসলাম, খান শওকত, সরোয়ার খান বাবু, সাইফুল্লাহ ভূঁইয়া।