নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জমজম ট্রাভেল ইউএস এবং রওয়াফ মিনারের যৌথ আয়োজনে হজ্জ ২০২৫ প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
জ্যাকসন হাইটসে গত ১০ মে সন্ধ্যা ছয়টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমজম ট্রাভেল ইউএসএর সিইও মাহবুব আলম, ম্যানেজিং ডিরেক্টর তাওহিদ মাহবুব মুন্না, জমজম ট্রাভেল মনোনীত ইমাম মোহাম্মদ মনসুরুল হক, আননুর কালচারাল সেন্টারের পরিচালক মুফতি ইসমাইল।
সেমিনারে ২০২৫ সালের হজে অংশগ্রহণকারী যাত্রীদের হজ পালনের বিস্তারিত নিয়মাবলি সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। হজের বিভিন্ন ধাপ যেমন ইহরাম পরিধান করার নিয়ম, হজের সময়সূচি অনুযায়ী করণীয় এবং নির্দিষ্ট দোয়া কখন ও কোথায় পাঠ করতে হবে- এসব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
এই ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য ছিল হজযাত্রীদের মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করা এবং তাদের হজ্জ পালনে সহায়তা করা, যাতে তারা সুষ্ঠুভাবে হজের প্রতিটি ধাপ সম্পন্ন করতে পারেন।
আয়োজকরা জানান, হজ্জযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে জমজম ট্রাভেল ইউএস সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
এ বছর জমজম ট্রাভেল ইউএসের মাধ্যমে প্রায় ২৫০ জন ধর্মপ্রান মুসলমান হজে যাচ্ছেন।
তাওহিদ মাহবুব মুন্না জানান, ডে ওয়ান থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত প্রত্যেক হজযাত্রীর সার্বক্ষণিক সেবা আমরা দিয়ে থাকি।