ইউনিয়ন ব্যাংক ফাউন্ডেশনের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১-এ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশন কমিটির চেয়ারম্যান ড. শহিদুল ইসলাম জাহীদ।
সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশন কমিটির সদস্য মোহাম্মদ সাইফুল আলম, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পর্ষবেক্ষক মুঃ ফরীদ উদ্দীন আহমদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর এবং ফাউন্ডেশন কমিটির সদস্য ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হুমায়ুন কবির।
সভায় ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা, জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিস্তার এবং টেকসই উন্নয়ন কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। কমিটির সদস্যরা আশা প্রকাশ করেন যে, এই ফাউন্ডেশন সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়িত্ব আরও শক্তিশালী করবে।