ফিলাডেলফিয়া, পেনসিলভানিয়া: বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে প্রবাসে নতুনভাবে তুলে ধরার প্রয়াসে আগামী শনিবার (৩১ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিলাডেলফিয়ার ইতিহাসের প্রথম বাংলাদেশি বইমেলা। এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি হবে ৭১০১ পেনওয়ে স্ট্রিটে, যেখানে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সাহিত্যপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে দিনব্যাপী নানা অনুষ্ঠান।
মেলার আয়োজনকারীদের পক্ষ থেকে আহমদ সায়েম বলেন, ‘এই বইমেলা হবে প্রবাসী বাংলাদেশিদের আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ। আমরা চেয়েছি, এমন এক মঞ্চ তৈরি করতে, যেখানে আমাদের ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হতে পারে।’
তিনি জানান, বইমেলাটিতে প্রায় ৩০টি সংগঠন, লেখক, প্রকাশক ও স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করবেন। থাকবে বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আড্ডা, লেখক-পাঠক আলাপচারিতা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনা।
মেলার একটি গুরুত্বপূর্ণ দিক হলো ফিলাডেলফিয়ার স্থাপত্য ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক তুলে ধরা। বিশেষ করে লুইস আই কানের নকশায় নির্মিত জাতীয় সংসদ ভবনের উল্লেখ থাকবে এই প্রদর্শনীতে, যা ফিলাডেলফিয়ার একজন স্থপতির হাত ধরে বাংলাদেশের স্থাপত্য-ইতিহাসে জায়গা করে নিয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, এ বিষয়েও থাকবে একটি আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।
ফিলাডেলফিয়া বইমেলা ২০২৫-এ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সংবাদকর্মীরা মেলাটি সরাসরি কভার করার পাশাপাশি লেখক ও অংশগ্রহণকারীদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পাবেন। এই মেলাকে কেন্দ্র করে নিউইয়র্ক, নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি ও আশপাশের শহর থেকেও সাহিত্যপ্রেমীদের আগমন প্রত্যাশিত।
যদিও এটি ফিলাডেলফিয়ায় প্রথম বাংলাদেশি বইমেলা, তবে আয়োজকরা আশা করছেন, এটি একটি বার্ষিক অনুষ্ঠানে রূপান্তরিত হবে। স্থানীয় প্রবাসী বাংলাদেশি তরুণদের অংশগ্রহণ, নতুন লেখক-প্রকাশকদের আত্মপ্রকাশ ও নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার আগ্রহ জাগিয়ে তুলতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলা বইমেলা শুধু বইয়ের প্রদর্শনী নয়, এটি একটি আবেগ, একটি সাংস্কৃতিক সংযোগ, যা আমাদের শেকড়ের সঙ্গে প্রবাসের মাটি জোড়া দেয়। শনিবার (৩১ মে) ফিলাডেলফিয়ার মাটিতে ইতিহাস সৃষ্টি করতে চলেছে একটি বইমেলা, যার প্রতিধ্বনি শুনতে পাওয়া যাবে বাংলাভাষী হৃদয়ে, দেশে ও প্রবাসে।