নিউইয়র্ক: নিউইয়র্কের জ্যামাইকায় পঞ্চম বারের মত অনুষ্ঠিত হল ‘হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন’।
শোটাইম মিউজিকের এ সম্মেলনের আযোজ করে। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক কর্মকর্তা বেলাল বেগ।
সম্মেলন ছিল লেখক, সাংবাদিক, সম্পাদক, মিডিয়া ব্যক্তিত্ব, প্রকাশক, পাঠক, পৃষ্ঠপোষক ও বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে মুখরিত।
সুন্দর এ আয়োজনে প্রবাসে বসবাসরত কবি ও লেখকদের প্রকাশিত বই প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে ‘লেখকের ভাবনায় হুমায়ূন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে নৃত্যের মূর্চ্ছণায় দর্শকদের মন ভরায় নৃত্যাঞ্জলি।