নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: নিউইয়র্কের পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) উপ পরিদর্শক (ডেপুটি ইন্সপেক্টর) হতে যাচ্ছেন বাংলাদেশি-আমেরিকান খন্দকার আব্দুল্লাহ। তিনিই প্রথম বাংলাদেশি, যিনি নিউইয়র্ক পুলিশের এমন উচ্চ পদে আসীন হচ্ছেন। মা-বাবার সাথে ১৯৯৩ সালে অভিবাসী হয়ে আমেরিকায় আসেন খন্দকার আব্দুল্লাহ।
ডেপুটি ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পাওয়ার আগে তিনি নিউইয়র্ক সিটির ৬৯ প্রিসেংক্টে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিউইয়র্কের বাংলাদেশিবহুল এলাকা কুইন্সের এস্টোরিয়া আর উডসাইড এলাকায় তার বেড়ে ওঠা। ক্রিমিন্যাল জাস্টিসে স্নাতক করা এ বাংলাদেশি তার কাজের জন্য ইতিমধ্যে পুলিশের অনেকগুলো মেডেল লাভ করেছেন।
নিউইয়র্কের পুলিশ বিভাগে ২০০৫ সালে যোগ দেন খন্দকার আব্দুল্লাহ। তার পর থেকে তার হাতে গ্রেফতার হয়েছে অনেক খুনি, মাদক সম্রাটসহ দুর্র্ধষ অপরাধী। সততা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে কম দিনেই নিউইয়র্ক সিটির একজন চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন তিনি।