শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত; শান্তা মনিকার সাবেক মেয়র নিহত

শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২

প্রিন্ট করুন

লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শান্তা মারিয়া বিচে বিমান বিধ্বস্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ শুক্রবার (২৩ ডিসেম্বর) এ কথা জানিয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, সেসনা-১৫০ দ্রুত উল্টে যাচ্ছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এটি বিশ্বখ্যাত পর্যটক জেটি শান্তা মনিকায় দ্রুত অবতরণ করছে।

এ সময়ে বিচে থাকা লোকজন বিমানটি অবতরণে প্ইালটের চেষ্টা অসহায়ভাবে দেখছিল ও এক পর্যায়ে এটি ঢেউ ছুঁয়ে পানির প্রান্তসীমায় এসে ঝাঁকুনি খেয়ে থেমে পড়ে।

জরুরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। রেক্স মিন্টার (৯৫) নামের এক যাত্রী প্রাণ হারান। তিনি ১৯৬০ সালে শান্তা মনিকা সিটির মেয়র ছিলেন। পাইলটের অবস্থা সম্পর্কে কিছু জানা যায় নি।

ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশানের মুখপাত্র ইয়ান গ্রেগর ঘটনার তদন্ত চলছে বলে জানান।

শান্তা মনিকা বিমান বন্দর ছাড়ার পর পাইলট ইঞ্জিন সমস্যার কথা জানিয়েছিল বলেও তিনি উল্লেখ করেন