শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের এক দশমিক সাত ট্রিলিয়ন ডলারের বাজেট পাস, সর্বোচ্চ বরাদ্দ প্রতিরক্ষা খাতে

রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি ব্যয় নির্বাহে এক দশমিক সাত ট্রিলিয়ন ডলারের বাজেট পাস করেছে দেশটির সিনেট। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে ৬৮-২৯ ভোটে পাস হয় বিলটি। খবর আল জাজিরার।

চার হাজার ১৫৫ পৃষ্ঠার বাজেটে অভ্যন্তরীণ ব্যয় ধরা হয়েছে ৭৭২ বিলিয়ন ডলার। যেখানে প্রতিরক্ষা ব্যয় রাখা হয়েছে ৮৫৮ বিলিয়ন ডলার। ইউক্রেনকে মানবিক ও সামরিক সহায়তা করা হবে এ প্যাকেজের আওতায়। পরে শুক্রবার (২৩ ডিসেম্বর) হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ২২৫-২০১ ভোটে বিলটি অনুমোদন পায়। এটি এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সইয়ের জন্য পাঠানো হয়েছে।

এক বিবৃতিতে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘বিলটি আমার অফিসে পৌঁছেছে। যত দ্রুত সম্ভব আমি বিলটিতে সই করব।’

প্রেসিডেন্ট বিলটিতে সই করলে পরবর্তী অর্থ বছর অর্থাৎ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যয়ের তহবিল হিসেবে কাজ করবে এ প্যাকেজ।