শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

জ্যাকসন হাইটসে ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী’ গ্রন্থের মোড়ক উন্মোচন

সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২

প্রিন্ট করুন

জ্যাকসন হাইটসে, যুক্তরাষ্ট্র: আমেরিকা প্রবাসী সাংবাদিক আবুল কাশেম সম্পাদিত ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী’ নামের গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাদেক আলী ফাউন্ডেশন ও প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্কের বসবাসরত বাংলাদেশি কবি, সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিনীতিবিদ, কমিউনিটি অ্যাক্টিভিস্টসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

বলে রাখা ভাল ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী’ বইটি চলতি বছরের শুরুতেই বাংলাদেশে প্রকাশিত হয়েছিল। এর প্রকাশক ও পরিবেশক বেহুলা বাংলা। আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে স্নাতকাত্তর ডিগ্রি লাভ করেন।  পড়াশোনা শেষ করে প্রথমে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও পরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে চাকরি করেন তিনি। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আবুল কাশেম। নিউইয়র্কে কমিউনিটি সাংবাদিক হিসেবে তিনি বিশেষভাবে পরিচিত।