সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

মঞ্চ নাটকের আলোকচিত্র প্রদর্শনী আলোকচিত্রে মঞ্চালোক- ২ এর বিশেষ বর্ধিত প্রদর্শনী

মঙ্গলবার, জানুয়ারী ৩, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: মঞ্চ জীবন্ত শিল্প মাধ্যম। মঞ্চের নান্দনিকতা আলোকচিত্রে ধরা পড়লে তা যেমন দর্শককে মঞ্চের প্রতি আকৃষ্ট করতে সহায়ক ভূমিকা রাখতে পারে, তেমনি চলমান মঞ্চ  প্রযোজনা সময়ের প্রয়োজনে বন্ধ হয়ে গেলেও দর্শক ইমেজ বন্দী স্মৃতিতে প্রযোজনাগুলো সম্পর্কে, প্রযোজনার মান সম্পর্কে ও সময়ের চিত্র সম্পর্কে একটি সম্যক ধারনা লাভ করতে পারেন।

সুস্থ সাংস্কৃতিক চর্চা ও তার অনালোকিত দিকগুলো উপস্থাপনে প্রয়াসি ‘স্কেচ গ্যালারি’ স্বাধীনতাত্তোর চট্টগ্রামের উল্লেখযোগ্য মঞ্চ প্রযোজনার আলোকচিত্র নিয়ে ২৮-৩১ ডিসেম্বর চার দিন ব্যাপী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ‘আলোকচিত্রে মঞ্চালোক-২’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে মোরশেদ হিমাদ্রি হিমু, তানজীর হোসেন ফাহিম ও শাহরিয়ার হান্নান গৃহীত ও সংগৃহীত নাটকের আলোকচিত্র প্রদর্শিত হয়েছে। প্রয়াত শান্তনু বিশ্বাস, আব্দুস সালাম আদু, সুব্রত বড়ুয়া রনি, শাহীনুর সরোয়ার, রুমেল বড়ুয়া ও এবি বাকীর স্মরণে প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে।

প্রদর্শনীটি দর্শকের বিশেষ অনুরোধে মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুর দুইটা থেকে রাত আটটা বিশেষ বর্ধিত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।