শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

শিরোনাম

খাল ভরাট করে ৫০ হাজার টাকা জরিমানা দিল বিএসআরএম

বুধবার, জানুয়ারী ৪, ২০২৩

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে মঙ্গলবার (৩ জানুয়ারি) সিটিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী সিটির নাসিরাবাদ শিল্প এলাকায় নির্মাণ কাজের মাটি খালে পেলে খাল ভরাট করে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে শিল্প গ্রুপ বিএসআরএমের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করে।

উল্লেখ্য, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড , সাধারণত বিএসআরএম নামে পরিচিত, চট্টগ্রামে অবস্থিত একটি বাংলাদেশী ইস্পাত উৎপাদনকারী কোম্পানি। এটি বাংলাদেশের বৃহত্তম নির্মাণ ইস্পাত প্রস্তুতকারক কোম্পানি।