শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

শপথ নিলেন আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচিত সদস্য সুব্রত চৌধুরী

রবিবার, জানুয়ারী ৮, ২০২৩

প্রিন্ট করুন

ক্যাসিনো, নিউজার্সি: ‘আটলান্টিক সিটি স্কুল বোর্ড’ এর নির্বাচিত সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি-আমেরিকান সুব্রত চৌধুরী। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সিটি স্কুল বোর্ডের সভা কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র। অনুষ্ঠানে সুব্রত চৌধুরীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হল ভর্তি বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন তাকে করতালি ও হর্ষধবনির মাধ্যমে অভিনন্দন জানান।

গত নভেম্বরে আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচনে সুব্রত চৌধুরী প্রথম এশিয়ান আমেরিকান হিসাবে সর্বাধিক ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে বিজয়ী হয়েয়েছেন। নিউজার্সি অঙ্গরাজ্যে ক্যাসিনো সিটি হিসেবে পরিচিত এ সিটিতে দক্ষিণ এশিয়ান কমিউনিটির মধ্যে বাংলাদেশিরা সবচেয়ে বেশি জড়িয়ে রয়েছে মূলধারার রাজনীতি ও প্রশাসনে।

সুব্রত চৌধুরী ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। তিনি আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত। যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হয়ে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সুব্রত চৌধুরী। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কমিউনিটির সব মহলে তিনি প্রশংসিত হয়েছেন।