চট্টগ্রাম: ভারতের কলকাতা ও আসাম থেকে বাংলাদেশে সফররত ৩৪ জনের সাংবাদিক প্রতিনিধি দল সোমবার (৯ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এ সময় তারা উখিয়ার কুতুপালং এক নম্বর ক্যাম্পের ইনচার্জ অফিসারের কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে সাক্ষাৎ করেন। কর্মকর্তা কর্মচারীরা এখন পর্যন্ত ক্যাম্পের সব কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করেন। সফররত সাংবাদিকবৃন্দ ক্যাম্পটি ঘুরে দেখেন ও রোহিঙ্গা শরনার্থীদের খোঁজখবর নেন।
এ সময় সাংসদ কমল সরোয়ার, ঢাকা পিআইডির উপ প্রধান তথ্য অফিসার এএইচএম মাসুম বিল্লাহ, কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা, ভারতীয় দূতাবাসের কর্মকর্তা ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
তথ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে কলকাতা ও আসাম থেকে আগত সাংবাদিকরা গত ৬ জানুয়ারি থেকে বাংলাদেশ সফর করছেন। এরই মধ্যে তারা বেশ কিছু দর্শনীয় স্থান ও উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন।
সাংবাদিক প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে চট্টগ্রাম পুলিশ লাইন্স অস্ত্রাগার ও পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন।