বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

শিরোনাম

ভবন কেনাকে কেন্দ্র করে জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মইনুলকে শোকজ

বুধবার, জানুয়ারী ১১, ২০২৩

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ভবন কেনাকে কেন্দ্র করে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সম্পাদক মইনুলকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। মইনুল ইসলামের নেতৃত্বে জালালাবাদ ইউএসএ ইনক করপোরেশন গঠন করে সম্প্রতি এস্টারিয়ায় একটি বাড়ি কেনা হয়; যার নাম দেয়া হয়েছে জালালাবাদ ভবন। এ বাড়ি কেনার সময় জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ফান্ড ব্যবহার করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এতে বৃহত্তর সিলেটের উল্লেখযোগ্য সংখক সিলেটবাসী উপস্থিত ছিলেন। কমিউনিটির বেশকিছু নেতাও ছিলেন উপস্থিত। তবে এসোসিয়েশনের সভাপতি বদরুল খান ও যুগ্ম সাধারণ সম্পাদক রোকন উদ্দীনসহ কার্যকরি কমিটির অধিকাংশ সদস্য অনুপস্থিত ছিলেন।

ভবনটিকে ব্যক্তি মালিকানাধীন অভিহিত করে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ভবনের নামে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের সভাপতি বদরুল খানসহ কমিটির ১৩ সদস্য। বুধবার (১০ জানুয়ারি) সংগঠনের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৬ এর ধারা ৭ (ক), ৯ (গ) ও ১৬ (৬) লংঘনের অভিযোগে মইনুল ইসলামকে এ নোটিশ দেয়া হয়েছে। নোটিশে সংগঠনের অর্থ তহবিলে ফেরত না দেয়া ও জালালাবাদ ইউএসএ ইনক করপোরেশনের নামে কেনা বাড়িকে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার কার্যালয় হিসেবে অপপ্রচারের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না বলে, তা জানতে চাওয়া হয়েছে।

গণ মাধ্যমে পাঠানো বদরুল খানের নেতৃত্বাধীন অংশের প্রচার ও দফতর সম্পাদক ফয়সাল আলমের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় নিউইয়র্কের ওজন পার্কের মমোস পার্টি হলে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার কার্যকরী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বদরুল খানের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক রোকন হাকিমের পরিচালনায় সভায় সংগঠনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি এমডি লোকমান হোসেন, সহ সভাপতি সফিউদ্দিন তালুকদার, সহ-সাধারণ সম্পাধক রোকন হাকিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম, সাহিত্য সম্পাদক হোসেন আহমদ, ক্রীড়া সম্পাদক মান্না মুনতাসির, সমাজকল্যাণ সম্পাদক জাহিদ হাসান, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম, কার্যকরী সদস্য শামীম আহমদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন মানিক।’

ওই সভায় সংগঠনকে এগিয়ে নিতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবার সম্মতিক্রমে গৃহীত হয়। এগুলো হল- গত ৭ অক্টোবর অনুষ্ঠিত সংগঠনের কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের যৌথ সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা ও অবহিতকরণ। শনিবার (৭ জানুয়ারী) এসোসিয়েশনের সভাপতির কাছে সংগঠনের ট্রাস্ট্রি বোর্ডের নোটিশ বা নির্দেশনার আলোকে আলোচনা হয়। তারই প্রেক্ষিতে সবার সম্মতিতে সিদ্ধান্ত গৃহিত হয় যে, মইনুল ইসলামকে নিজের করপোরেশন ‘জালালাবাদ ইউএসএ ইনক’র নামে বাড়ি ক্রয়ে গত কমিটির কোষাধ্যক্ষ থাকাবস্থায় সম্পূর্ণ অসাংবিধানিক ও অগঠনতান্ত্রিক পন্থায় সংগঠনের ব্যাংক হিসাব থেকে উত্তোলনকৃত সমুদয় অর্থ (ওই সভার সিদ্ধান্ত মোতাবেক) দ্রুত সংগঠনের ব্যাংক একাউন্টে জমা দেয়ার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করায় ও উল্লেখিত ভবনকে কার্যকরী কমিটি বা উপদেষ্টা পরিষদের অনুমতি ব্যতিরেকে জালালাবাদ এসোসিয়েশনের কার্যালয় বা ভবন হিসাবে অপপ্রচার চালানোর অভিযোগে ‘জালালাবাদ ইউএসএ ইনক’ কপোরেশনের নামে অসাংগঠনিক পন্থায় জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার ব্যাংক হিসাব থেকে উত্তোলিত সমুদয় অর্থ কেন সংগঠনের ব্যাংক একাউন্টে জমা দেয়া হয়নি ও উল্লেখিত ভবনকে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার কার্যালয় হিসেবে অপপ্রচারের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া; সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি; জালালাবাদ এসোসিয়েশনের পরিস্থিতির আলোকে সংগঠনের প্রাক্তন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে আগামী সোমবার (১৬ জানুয়ারি); যথাযোগ্য মর্যাদায় আগামী একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শোক দিবস পালন; যথাযোগ্য মর্যাদায় বাঙালির স্বাধীনতা দিবস পালন উপলক্ষে আগামী ২৬ মার্চ ইফতার মাহফিলের আয়োজন করা; বিগত সময়ে বাংলাদেশে সৃষ্ট বন্যায় দুর্গতদের মাঝে ২৩ হাজার ডলার বিতরণ উপলক্ষে তিনজনের কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- সহ সভাপতি শফিউদ্দিন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক রোকন হাকিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলিম।